Cyclone Biparjoy : উথাল-পাথাল সমুদ্র, জল ঢুকে পড়ল বসতিতে, উপড়ে পড়ে গাছ, দেখুন বিপর্যয়-পরবর্তী ছবি
গুজরাতের ওপর আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় বিপর্যয়। বিধ্বস্ত উপকূল এলাকা। আহত হয়েছে অন্তত ২২ জন। ভেঙে পড়েছে শয়ে শয়ে গাছ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppNDRF সূত্রের খবর, গুজরাতের মোরবিতে প্রবল ঝড়ে ৩০০-র বেশি বিদ্য়ুতের খুঁটি নষ্ট ! ঝড়ের পর লন্ডভন্ড গুজরাত।
বৃহস্পতিবার রাতে গুজরাতের উপকূলীয় অঞ্চলে স্থলভাগে আঘাত হানার পর ঘূর্ণিঝড় বিপর্যয়ের তীব্রতা হ্রাস পায় বলে আইএমডি সূত্রে খবর। অতি প্রবল ঘূর্ণিঝড় থেকে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেয় বিপর্যয় বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (IMD)।
সমুদ্রের উপর যতক্ষণ থাকে ততক্ষণই শক্তি সঞ্চয় করতে পারে ঘূর্ণিঝড়। তারপরেই ক্রমশ অগ্রগতি হয় ঝড়ের। শেষ পর্যন্ত উপকূলের কাছে এসেছে আছড়ে পড়ে।
ল্যান্ডফলের মুহূর্তে তীব্র শক্তি নিয়ে আছড়ে পড়লেও, ভূমিভাগে ঢোকার পর থেকেই ক্রমশ শক্তি হারাতে থাকে ঘূর্ণিঝড়। তারপর একসময় শক্তি কমে পরিণত হয় অতি গভীর নিম্নচাপ বা গভীর নিম্নচাপে।
বিপর্যয়ের ল্যান্ডফল হয়ে গেলেও তার প্রভাব রয়েছে পুরোদস্তুর। মুম্বইয়ে সমুদ্রে দেখা গেল সুউচ্চ ঢেউ। সমুদ্রের জল পাড় ছাপিয়ে ঢুকে গেল বসতিতে।
উথাল পাথাল হল আরবসাগর। আইএমডি-র ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র জানান, “ঘূর্ণিঝড় বিপর্যয় উত্তর-পূর্ব দিকে সরে গেছে এবং গুজরাটের জাখাউ বন্দরের কাছে পাকিস্তান উপকূল সংলগ্ন সৌরাষ্ট্র-কচ্ছ অতিক্রম করে চলে গিয়েছে বিপর্যয়।
NDRF এর দেওয়া তথ্য অনুসারে, ২৩ জন গুরুতর আহত হয়েছেন । মারা গিয়েছে ২৪ টি পশু। সাইক্লোনের ল্যান্ডফল হওয়ার আগেই ঝড়ের জেরে মারা গিয়েছে ২ জন।
দেখুন বিপর্যয়-পরবর্তী মুম্বইয়ের পরিস্থিতি। NDRF এর দেওয়া তথ্য অনুসারে, ২৩ জন গুরুতর আহত হয়েছেন । মারা গিয়েছে ২৪ টি পশু। সাইক্লোনের ল্যান্ডফল হওয়ার আগেই ঝড়ের জেরে মারা গিয়েছে ২ জন।
বিপর্যয়ের ল্যান্ডফল হয়ে গেলেও ঘূর্ণিঝড়ের প্রভাব বজায় থাকবে ২৪-৪৮ ঘন্টা। উত্তর গুজরাত এবং দক্ষিণ রাজস্থানের কিছু অংশে অত্যন্ত ভারী বৃষ্টিপাত চলতে থাকবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -