National Top 10 News: গুজরাতে 'বিপর্যয়', মণিপুরে কেন্দ্রীয়মন্ত্রীর বাড়িতে হামলা - সারা সপ্তাহে সারা দেশে কী কী ঘটল
এই সপ্তাহের বড় খবর। আর্থিক তছরুপ মামলায় তামিলনাড়ুর ডিএমকে সরকারের বিদ্যুৎ ও আবগারি দফতরের মন্ত্রী সেন্থিল বালাজিকে গ্রেফতার করল ইডি। ২৩ জুন অবধি তাঁকে পাঠানো হয়েছে ইডি কাস্টডিতে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appওড়িশার বাহানাগা বাজারের দুর্ঘটনার পর এখনও পড়ে শনাক্ত না হওয়া লাশের সারি। দেহ দাবি করার জন্য পরিজনদের ডিএনএ নমুনা দিতে বলল রেল।
আচমকা মেঘ ভেঙে বৃষ্টি! নিমেষে ধুয়ে মুছে সাফ বিঘের পর বিঘে কৃষিজমি! জনসংযোগ বিচ্ছিন্ন গ্রামের পর গ্রাম। প্রকৃতির রুদ্ররোষের ভয়াবহ ছবি ধরা পড়ল হিমাচলপ্রদেশের মঁডি জেলায়।
কাশ্মীরের কুপওয়ারায় এনকাউন্টারে খতম হয় ৫ জঙ্গি। গোটা এলাকা জুড়ে চালানো হয় তল্লাশি।
এ সপ্তাহেও লাগামছাড়া হিংসা দেখা গেল মণিপুর। কেন্দ্রীয়মন্ত্রীর বাড়িতেই হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। হাজারের বেশি জনতার একটি দল মণিপুরে কেন্দ্রীয়মন্ত্রী আর কে রঞ্জন সিংয়ের বাড়িতে হামলা চালায়। যদিও সেই সময় ইম্ফলের বাড়িতে ছিলেন না কেন্দ্রীয়মন্ত্রী। তফসিলি উপজাতি ক্যাটেগরিতে অন্তর্ভুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে মণিপুরে সংঘর্ষ চলছে দুই গোষ্ঠীর মধ্যে।
এ সপ্তাহে গুজরাতের ওপর আছড়ে পড়ে ঘূর্ণিঝড় বিপর্যয়। বিধ্বস্ত হয় উপকূল এলাকা। আহত হয়েছেন অন্তত ২২ জন। ভেঙে পড়েছে শয়ে শয়ে গাছ। গুজরাতের মোরবিতে প্রবল ঝড়ে ৩০০-র বেশি বিদ্য়ুতের খুঁটি নষ্ট ! ঝড়ের পর লন্ডভন্ড গুজরাতের উপকূল।
বৃহস্পতিবার রাতে গুজরাতের উপকূলীয় অঞ্চলে স্থলভাগে আঘাত হানার পর ঘূর্ণিঝড় বিপর্যয়ের তীব্রতা হ্রাস পায়। যদিও এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড়বৃষ্টি চলছে গুজরাতের উপকূল ও মহারাষ্ট্রের সৈকতাঞ্চলে।
দিল্লির কোচিং সেন্টারে আগুন লেগে যায় বৃহস্পতিবার দুপুরে। ঘটনার সময় ওই কোচিং সেন্টারে অনেক পড়ুয়া ছিলেন বলে খবর। স্থানীয় মানুষ, দমকল কর্মীদের তৎপরতায় সকলকেই উদ্ধার করা সম্ভব হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -