দীপাবলিতেই রাবণ বধ করে অযোধ্যায় ফেরেন রাম! আলোকমালায় সেজে উঠছে সরযূর তীর
সেই উপলক্ষ্যে এবছরও সেজে উঠছে অযোধ্যা। আর এই বছর অযোধ্যার দীপাবলীর অন্য মাধুর্য আছে, তা বলাই বাহুল্য। ছবি সূত্র: All India Radio Twitter
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপুরাণ মতে, দশেরায় রাবণ বধ করে দীপাবলিতেই অযোধ্যায় ফেরেন রাম, সীতা ও লক্ষ্মণ। তাঁদের স্বাগত জানাতেই প্রদীপ জ্বালিয়ে সাজানো হয় অযোধ্যা নগরী।
অশুভ শক্তির অন্ধকার ধীরে ধীরে কেটে যাবে এই উৎসবে। আশায় বুক বাঁধছে মানুষ।
এই আবহেও আলোর রোশনাইয়ে কোনও ঘাটতি নেই।
যদিও করোনা পরিস্থিতিতে এবছর অযোধ্যায় বাইরের দর্শনার্থীরা ভিড় জমাতে পারবেন না।
তিন দিন ব্যাপী চলা দীপাবলী উৎসবের আজই সূচনা। আজ ভূত চতুর্দশী। বিশ্বাস, পরপার থেকে এদিন ইহলোক পরিদর্শনে আসেন পূর্বপুরুষদের আত্মা।
দেখুন মাটির প্রদীপ সাজানো হচ্ছে স্তরে-স্তরে।
মাটির প্রদীপ ছাড়াও নানা আলোকমালায় সেজে উঠবে রাম জন্মভূমি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -