বিদায় মনমোহন সিংহ, যমুনার তীরে গান স্যালুট, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য
আজ দিল্লির নিগমবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মনমোহন সিংহের শেষকৃত্য সম্পন্ন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযমুনার তীরে গান স্যালুট। নশ্বর থেকে অবিনশ্বরে, আকাশগঙ্গা-লোকে পাড়ি 'জেন্টেলম্যান' পলিটিশিয়ানের।
এদিন তাঁর মরদেহ কংগ্রেসের সদর দফতরে নিয়ে যাওয়া হয়। নিজেদের বাসভবন থেকে পায়ে হেঁটে সেখানে যান রাহুল-প্রিয়ঙ্কা।
এরপর কংগ্রেসের সদর দফতর থেকে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় নিগমবোধ ঘাটে।
আজ প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শেষ শ্রদ্ধা জানান তিনি।
মনমোহন সিংয়ের শেষকৃত্যে উপস্থিত ছিলেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী।
মনমোহন সিংয়ের মৃত্যুর খবর পেয়ে রাতেই এইমসে ছুটে এসেছিলেন রাহুল গান্ধী। বৃহস্পতিবারও প্রাক্তন প্রধানমন্ত্রীর বাসভবনে শ্রদ্ধা নিবেদন করেন। এদিন নিগমবোধ ঘাটেও উপস্থিত থেকে শেষ শ্রদ্ধা জানালেন রাহুল গান্ধী।
প্রোটোকল মেনে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
এরপর নশ্বর দেহ মুড়ে দেওয়া হয় ভারতের জাতীয় পতাকায়। মনমোহন সিংহ- বিরল সেই রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি হাজারও সমালোচনার মুখেও অত্যন্ত বিনয়ের সুরে বলতে পেরেছিলেন, আমি আন্তরিকভাবে বিশ্বাস করি, যে সমকালীন সংবাদমাধ্যমের তুলনায়, ইতিহাস আমার প্রতি সদয় থাকবে।
অর্থনীতিতে তাঁর পাণ্ডিত্য ছিল অগাধ। কিনতু, সেই মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীনই উঠেছে একের পর এক দুর্নীতির অভিযোগ। নীরবতা থেকে নীতিপঙ্গুত্ব নিয়ে বারবার প্রতিপক্ষের আক্রমণের মুখে পড়তে হয়েছে নীল পাগড়ি পরা শিখ প্রৌঢ়কে। যদিও, কাজের মধ্য়ে দিয়ে বারবারই যোগ্যতা এবং দূরদর্শিতার প্রমাণ দিয়েছেন মনমোহন সিং। তিনি বিশ্বাস করতেন, কর্ম করে গেলে, কর্তার ভাষণ দেওয়ার প্রয়োজন পড়ে না। ইতিহাস মনমোহন সিংহকে মনে রাখবে তাঁর কাজের জন্যই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -