আজ শাহরুখ-গৌরীর ২৯তম বিবাহবার্ষিকী, জেনে নিন তাঁদের সম্পর্কে কিছু তথ্য
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগৌরী প্রথমে মডেল ছিলেন, পরে হন ইন্টিরিয়র ডিজাইনার। এবার লেখিকা হতে চান তিনি, তাঁর বই মাই লাইফ ইন ডিজাইন শিগগিরই প্রকাশিত হবে।
শাহরুখকে শেষ দেখা যায় জিরো ছবিতে। সেটি বিশ্রীভাবে ফ্লপ হয়। তারপর থেকে তাঁর হাতে আর কাজ নেই।
কারণ আইপিএল হচ্ছে দুবাইতে। শাহরুখ কলকাতা নাইট রাইডার্সের মালিক।
শাহরুখ-গৌরীর তিন সন্তান- আরিয়ান, সুহানা ও আবরাম। গোটা পরিবার এই মুহূর্তে রয়েছে দুবাইতে।
না ছিল প্যারিস যাওয়ার টাকা, না প্লেনের টিকিট। কিন্তু গৌরীকে কোনওমতে রাজি করিয়ে ফেলেন তিনি। শেষমেষ তাঁরা যান দার্জিলিং।
এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছেন, বিয়ের সময় তিনি ভীষণ গরিব ছিলেন। গৌরী ছিলেন মধ্যবিত্ত বাড়ির মেয়ে। তিনি গৌরীকে কথা দিয়েছিলেন, বিয়ের পর প্যারিস নিয়ে যাবেন, আইফেল টাওয়ার দেখাবেন। কিন্তু সে সব মিথ্যে ছিল।
বিয়ের পর হানিমুনে গৌরীকে প্যারিস নিয়ে যাওয়ার কথা বলেছিলেন শাহরুখ। আসলে নিয়ে যান দার্জিলিংয়ে।
এক সঙ্গে ২৯টা বছর কাটিয়ে দিলেন শাহরুখ খান ও গৌরী। ১৯৯১-এর ২৫ অক্টোবর তাঁরা বিয়ে করেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -