Harimau Shakti 2023: জঙ্গলে অভিযান থেকে স্নাইপিং কৌশল! যৌথ মহড়া ভারত-মালয়েশিয়ার
বিভিন্ন সময়েই বন্ধুরাষ্ট্রের সেনার সঙ্গে যৌথ মহড়া করে ভারতীয় সেনা। এবার চলছে Harimau Shakti 2023. মালয়েশিয়া এবং ভারতের সেনার যৌথ মহড়া।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমেঘালয়ের উমরোই ক্যান্টনমেন্টে চলছে এই যৌথ মহড়া। ২৩ অক্টোবর থেকে শুরু হয়েছে এই মহড়া। চলবে ৫ নভেম্বর পর্যন্ত।
বিভিন্ন পরিস্থিতিতে মাল্টি ডোমেইন অপারেশন- এমনই মহড়া চলছে উমরোইতে।
গুয়াহাটি পিআরও থেকে জানানো হয়েছে, দুই দেশের সেনা পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করছে। যুদ্ধকালীন পরিস্থিতি এবং ট্যাকটিকাল ট্রেনিং করছে।
জঙ্গলে অভিযান চালানোর মহড়াও চলছে। Hellebore operation, রক ক্লাইম্বিং, Jungle Survival techniques, রিফ্লেক্স শ্যুটিং, বিস্ফোরক তৈরি ও বিস্ফোরক নিষ্ক্রিয় করা, মার্শাল আর্ট- সবকিছুরই মহড়া চলছে।
দুই দেশের সেনাবাহিনী একে অপরের থেকে বিভিন্ন কৌশল শিখছে।
বিদ্রোহী বাহিনী দমন করা, সন্ত্রাসবাদীদের পরাস্ত করার মতো নানা কৌশলের মহড়া চলছে।
সার্চ অপারেশন, বন্দিমুক্তি পরিস্থিতির মতো বিষয়েরও মহড়া চলছে। পাশাপাশি শান্তিবাহিনীর কাজ ঠিক কীভাবে হতে পারে সেটাও মহড়ায় থাকছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -