Cheetah Death:আরও ১ আফ্রিকান চিতার মৃত্যু, ৪ মাসে কুনো জাতীয় উদ্যানে মৃতের সংখ্যা ৭
ফের আফ্রিকান চিতার মৃত্যু কুনো জাতীয় উদ্যানে। বন দফতরের এক বর্ষীয়ান আধিকারিকের ধারণা, এবার সম্ভবত নিজেদের মধ্যে মারামারি করতে গিয়ে প্রাণ খুইয়েছে আফ্রিকান চিতাটি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাতে বন দফতরের চিন্তা কমার কথা নয়। কারণ এই নিয়ে গত চার মাসে মোট ৭টি আফ্রিকান চিতার মৃত্যু হল কুনো জাতীয় উদ্যানে।
যে আফ্রিকান চিতার মৃত্যু হয়েছে, তার নাম 'তেজস'। গত ফেব্রুয়ারিতে তাকে দক্ষিণ আফ্রিকা থেকে শেওপুর জেলায় নিয়ে আসা হয়।
ভারতে চিতা পুনর্বাসন নিয়ে সরকারি ভাবে জাঁকজমক করে যে উদ্যোগ নেওয়া হয়েছিল, পর পর ৭টি চিতার মৃত্যুর পর তা বহু প্রশ্নের মুখে দাঁড়িয়ে গিয়েছে সেটি।
গত ২৭ মার্চ, সাশা নামের একটি চিতা, কিডনি সংক্রান্ত সমস্যায় মারা যায়। সাশাকে নামিবিয়া থেকে আনা হয়েছিল।
। এর পর, ১৩ এপ্রিল, দক্ষিণ আফ্রিকা থেকে আনা আরও একটি চিতা মারা যায়। তার নাম ছিল উদয়।
গত ৯ মে, 'দক্ষ' নামে একটি পুরুষ চিতার মৃত্যু হয়। একেও আনা হয়েছিল দক্ষিণ আফ্রিকা থেকে।
এই তিন জন ছাড়াও, নামিবিয়া থেকে আনা মাদি চিতা 'জ্বালা' গত মার্চে যে চার জন সন্তানের জন্ম দেয়, তাদের মধ্যে তিন জনই ডিহাইড্রেশনে মারা গিয়েছিল। 'তেজস'-কে নিয়ে মৃতের সংখ্যা পৌঁছল সপ্তমে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -