Gujarat on Cyclone Tauktae: আরও শক্তিশালী ঘূর্ণিঝড় তওতে, গুজরাতে জারি অরেঞ্জ অ্যালার্ট
আজ রাত থেকে কাল ভোরের মধ্যে গুজরাত উপকূলে আছড়ে পড়তে চলেছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় তওতে। ছবি সৌজন্যে- পিটিআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপোরবন্দর থেকে মহুবার মধ্যে আজ রাত থেকে কাল সকালের মধ্যে গুজরাতে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। ছবি সৌজন্যে- পিটিআই
এই মুহূর্তে রাজ্য থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে তওতে। কিছুক্ষণের মধ্যেই পোরবন্দর এলাকায় আছড়ে পড়তে পারে। এই পরিস্থিতির মোকাবিলায় তারা সম্পূর্ণভাবে প্রস্তুত বলে জানিয়েছে রাজ্য প্রশাসন।ছবি সৌজন্যে- পিটিআই
আজ সকালেই কলকাতা আমদাবাদে নিয়ে যাওয়া হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে।ছবি সৌজন্যে- পিটিআই
ভারতীয় আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ সন্ধ্যা নাগাদ উত্তর-উত্তরপশ্চিম হয়ে গুজরাত উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় তওতে। ছবি সৌজন্যে- পিটিআই
ঘণ্টায় ১৫৫-১৬৫ কিলোমিটার গতিবেগে ভাবনগর জেলার পোরবন্দর ও মহুবা এলাকা অতিক্রম করতে পারে।ছবি সৌজন্যে- পিটিআই
গুজরাতের রেভিনিউ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব পঙ্কজ কুমার জানিয়েছেন, ৬৫৫টি নীচু ও উপকূলবর্তী এলাকা থেকে ৯৫ হাজার ৪৮৫ জনকে সরিয়ে আনা হয়েছে। তাঁদের নিরাপদ জায়গায় রাখা হয়েছে।ছবি সৌজন্যে- পিটিআই
IMD আর জানিয়েছে, গুজরাত রিজিয়নের ভালসাড়, নভসারি, দমন, দাদরা নগর হাভেলি এবং সৌরাষ্ট্রের গির সোমনাথ, আম্রেলি, ভাবনগর, জুনাগড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।ছবি সৌজন্যে- পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -