China Covid Surge: কোভিডে ফের বেসামাল চিন, উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যুর সংখ্যা
আগামী দিন কি আরও ভয়ঙ্কর হতে চলেছে? এই প্রশ্নটা উঠছে কারণ, মহামারী বিশেষজ্ঞ এরিক ফেইগল ডিংয়ের মতে, বিশ্বের প্রায় ৮০ কোটি মানুষ করোনার প্রকোপে পড়বেন। চিনে মৃতের সংখ্য়া ছাড়াতে পারে ১০ লক্ষ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকোভিড বিধি শিথিল করা মাত্র চিনে ফের ভয়ঙ্কর হয়ে উঠেছে করোনা। বেঘোরে প্রাণ হারাচ্ছে অসংখ্য় সাধারণ মানুষ। হাসপাতালগুলিতে বেডের হাহাকার।
এই পরিস্থিতিতে ভয়ঙ্কর ভবিষ্য়দ্বাণী করলেন মহামারী বিশেষজ্ঞ এরিক ফেইগল ডিং। ট্য়ুইট করে আশঙ্কার সুরে তিনি বলেছেন, 'এবার চিনের প্রায় ৬০ শতাংশ নাগরিক করোনা আক্রান্ত হবেন। বিশ্বের প্রায় ৮০ কোটি মানুষ করোনার প্রকোপে পড়বেন। চিনে মৃতের সংখ্য়া ১০ লক্ষ ছাড়াতে পারে।'
মহামারী বিশেষজ্ঞ এরিক ফেইগল ডিংয়ের এই আশঙ্কা অত্য়ন্ত গুরুত্বপূর্ণ কারণ, বছর তিনেক আগে ইনিই গোটা বিশ্বকে করোনার প্রকোপ সম্পর্কে সতর্ক করেছিলেন। তখন তাঁকে কেউ গুরুত্ব দেননি। কিন্তু, পরে দেখা যায় তিনি যা বলেছিলেন, তাই সঠিক প্রমাণিত হয়েছিল।
মহামারী বিশেষজ্ঞ এরিক ফেগল ট্য়ুইট করে জানিয়েছেন, বিশ্বে ফের করোনার আরও একটা ঢেউ আসবে। যার জেরে চিনে ১০ থেকে ২০ লক্ষ মানুষের মৃত্য়ু হতে পারে। আগামী দিনে খুব খারাপ সময় আসতে চলেছে। করোনার অন্তত ৩টি ঢেউ আসবে। এটা সবে শুরু। সবচেয়ে বড় ঢেউ লুনার ইয়ারের সময় আসবে, অর্থাৎ জানুয়ারির শেষের দিকে। আর চিনে যা হবে, তা শুধুমাত্র চিনের মধ্য়েই সীমিত থাকবে না।
শুধু এরিক নন, আরও একাধিক মহামারী বিশেষজ্ঞও মনে করছেন, চিনে এখন যা হচ্ছে, তা শুধুই ট্রেলার। আগামী দিনে পরিস্থিতি অত্য়ন্ত ভয়ঙ্কর হবে।
ওয়াশিংটন বিশ্ববিদ্য়ালয়ের হেলথ ম্য়াট্রিক্স অ্য়ান্ড ইভাল্য়ুয়েশনের অভ্য়ন্তরীণ রিপোর্ট অনুযায়ী ২০২৩ সালের পয়লা এপ্রিলের মধ্য়ে চিনে ৩ লক্ষ ২৩ হাজার জনের মৃত্য়ু হতে পারে।
১ এপ্রিলের মধ্য়ে দৈনন্দিন চিনে করোনায় মৃতের সংখ্য়া ৫ হাজার ৬০ পৌঁছে যেতে পারে। অর্থাৎ ফের করোনার সেই ভয়ঙ্কর ভ্রুকুটি। তাই এখন থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
আমেরিকা, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, চিনে ফের অনেকটাই বেড়েছে করোনাভাইরাস। এই পরিস্থিতিতে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে ভারতেও। স্বাস্থ্যমন্ত্রকের (Health Minister) তরফে চিঠি দিয়ে, সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক করা হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে ফের মাস্ক বিধি ফিরিয়ে আনার নির্দেশও দেওয়া হয়েছে। সামনেই বড়দিন এবং নতুন বছর উদযাপন রয়েছে। তার আগেই সতর্ক কেন্দ্র সরকার।
২০১৯-এর শেষ দিকে চিনেই প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। তার পর থেকে একাধিক বার চরিত্র বদলেছে অতি সংক্রামক এই ভাইরাস। এর মধ্যে বাকি সব রূপকে পিছনে ফেলে, গত এক বছরেরও বেশি সময় ধরে ওমিক্রন দাপিয়ে বেড়াচ্ছে। BF.7 রূপও সেই চরিত্রবদলেরই ফসল, ওমিক্রনের বংশ বা জাতভাই। সব ছবি: AP
- - - - - - - - - Advertisement - - - - - - - - -