Rahul Gandhi:কেদারনাথে পুজো রাহুল গাঁধী, করলেন 'চায়ে সেবা'-ও
কেদারনাথের মন্দিরে পুজো দিয়ে সফর শুরু করলেন ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। পরে ফেসবুক পেজে সে কথা জানিয়ে পোস্টও দিয়েছেন রাহুল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএদিন প্রাইভেট হেলিকপ্টারে করে কেদারনাথ মন্দিরে পৌঁছন কংগ্রেস সাংসদ। মন্দিরের পুরোহিত ও স্থানীয় কংগ্রেস কর্মীরা তাঁকে অভ্যর্থনা জানান।
রাহুল ফেসবুক পেজে লেখেন, 'উত্তরাখণ্ডে কেদারনাথ ধামে গিয়েছিলাম। দর্শন করেছি। পুজোও দিলাম। হর হর মহাদেব।'
পরে মন্দিরের আরতি-তেও যোগ দিতে দেখা যায় রাহুলকে। পুণ্যার্থীদের 'চা'-এর প্রস্তাবও দেন ওয়েনাড়ের সাংসদ।
সূত্রের খবর, কেদারনাথে তিন দিন থাকার কথা ওয়েনাড়ের সাংসদের। আজ রাতেও কেদারনাথের মন্দিরের 'সেবায়' যোগ দেওয়ার কথা তাঁর।
প্রাক্তন কংগ্রেস সভাপতির 'ভারত জোড়ো' যাত্রারই অংশ এটি, দাবি কংগ্রেস সূত্রে। এর আগে অমৃতসরের স্বর্ণমন্দিরেও গিয়েছিলেন তিনি।
পাশাপাশি 'কৈলাস যাত্রা'-ও করেন। পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে চুটিয়ে প্রচার করেছেন রাহুল। শনিবারও ছত্তিসগঢ়ে একটি নির্বাচনী সভা ছিল তাঁর।
চার ধামের অন্যতম কেদারনাথ। ভারতে যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রয়েছে, তারও অন্যতম এটি। সেখানে রাহুল গাঁধীর সফর ঘিরে উৎসাহের বান ডাকে রবিবার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -