INS Imphal:নৌসেনাকে কতটা এগিয়ে নিয়ে যাবে INS Imphal? কী কী রয়েছে এতে?
গত বছরের একেবারে শেষ সপ্তাহে আনুষ্ঠানিক ভাবে ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হয়েছে দেশীয়ভাবে নির্মিত প্রথম যুদ্ধজাহাজ,আইএনএস ইম্ফল। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ সেই অনুষ্ঠানে এসেছিলেন। ভারতীয় নৌসেনাকে ঠিক কতটা শক্তিশালী করবে এই যুদ্ধজাহাজ? (ছবি:PTI)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই যুদ্ধজাহাজটির ওজন ৭,৪০০ টন ও মোট দৈর্ঘ্য ১৬৪ মিটার। সারফেস-টু-সারফেস মিসাইল এবং জাহাজ ধ্বংসকারী মিসাইল এবং টর্পেডো দিয়ে সজ্জিত। (ছবি:PTI)
আইএনএস ইম্ফল একটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ। ভারতীয় নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরো একটি নকশার নেপথ্যে রয়েছে।(ছবি:PTI)
যুদ্ধজাহাজটি তৈরিতে ৭৫ শতাংশ দেশীয় সামগ্রী ব্যবহার করা হয়েছে। জাহাজটির গতি ৫৬ কিলোমিটার প্রতি ঘণ্টা। জাহাজটি অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত। ৪৫ দিন সমুদ্রে ভেসে থাকতে পারবে রণতরীটি। ৫০ জন অফিসার ও ২৫০ জন নাবিক থাকবেন।(ছবি:PTI)
এই জাহাজটির অন্তর্ভুক্তির ফলে ভারতীয় নৌবাহিনীর শক্তি বহুগুণ বৃদ্ধি পাবে। পশ্চিম পাকিস্তান হোক পূর্বে চিন, এই যুদ্ধজাহাজ শত্রু পক্ষকে এক নিমেষে ঘায়েল করতে সক্ষম। (ছবি:PTI)
এতে ৩২টি বারাক ৮ মিসাইল, ১৬টি ব্রহ্মোস অ্যান্টি শিপ মিসাইল, চারটি টর্পেডো টিউব, দু'টি অ্যান্টি সাবমেরিন রকেট লঞ্চার, সাত ধরনের বন্দুক রয়েছে।(ছবি:PTI)
নিউক্লিয়ার, বায়োলজিক্যাল বা কেমিক্যাল যে ধরনের যুদ্ধ পরিস্থিতিই তৈরি হোক না কেন, নৌবাহিনীর দাবি, এই আইএনএস ইম্ফলের উচ্চ মাত্রার অটোমেশন এবং কঠিন আড়াল যুদ্ধজাহাজকে অক্ষত রাখতে পারবে।(ছবি:PTI)
(২০ অক্টোবর এই জাহাজ ভারতীয় নৌ বাহিনীর হাতে এলেও মঙ্গলবার ২৬ ডিসেম্বর এটি মোতায়েন করা হয় প্রথম। এদিন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতিতে এই যুদ্ধজাহাজ আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে ভারতীয় নৌ-সেনায়। (ছবি:PTI)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -