এক্সপ্লোর
(Source: Poll of Polls)
Kashmir Earthquake:ভূমিকম্পে কাঁপল কাশ্মীর, আংশিক ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিকাঠামো
India News: ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর। রিখটার স্কেলে মঙ্গলবারের কম্পনের মাত্রা ছিল ৫.৪। কম্পনের জেরে স্কুল থেকে শুরু করে বেশ কয়েকটি সরকারি পরিকাঠামো আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভূমিকম্পে কাঁপল কাশ্মীর, আংশিক ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিকাঠামো
1/8

ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর। রিখটার স্কেলে মঙ্গলবারের কম্পনের মাত্রা ছিল ৫.৪। কম্পনের জেরে স্কুল থেকে শুরু করে বেশ কয়েকটি সরকারি পরিকাঠামো আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
2/8

মঙ্গলবারের ভূকম্পে শুধু কাশ্মীর নয়, দিল্লি-এনসিআর অঞ্চলও কেঁপে ওঠে। কম্পন অনুভূত হয়েছে উত্তর ভারতের বেশ কিছু অঞ্চলে।
3/8

এদিন দুপুর দেড়টা নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। জন্মু ও কাশ্মীরের 'দোদা' জেলার প্রত্যন্ত গ্রাম 'গান্দো ভালেসা'-য় এর উৎসস্থল।
4/8

পাঠানকোট থেকে ৯৯ কিলোমিটার উত্তরে উৎপত্তিস্থল ছিল ভূমিকম্পের। হিমাচল প্রদেশ, পঞ্জাব, চন্ডীগড়েও এই কম্পন অনুভূত হয়।
5/8

হঠাৎ সমস্ত কিছু কাঁপতে শুরু করায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে। ভয়ে কাঁদতে শুরু করে স্কুলপড়ুয়ারাও।
6/8

পাকিস্তানের লাহৌরেও কম্পন টের পাওয়া গিয়েছে বলে খবর।
7/8

গত মাসে একই রকম কম্পন অনুভূত হয়েছিল দিল্লিতে। সে বার ভূমিকম্পের উৎসস্থল ছিল আফগানিস্তান।
8/8

তবে এদিনের ভূমিকম্পে চেনাব অঞ্চলের বেশ কিছু পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। তার পরই আতঙ্কে স্থানীয়রা।
Published at : 13 Jun 2023 08:51 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























