Facebook Pop-up Notification : ফেসবুকে শেয়ারের আগে কী করবেন, আসছে নতুন আপডেট
না পড়েই কোনও আর্টিকল বা প্রতিবেদন শেয়ার ! যার জেরে ভুল তথ্য ছড়িয়ে পড়া। ফেসুবকের একাংশ ব্যবহারকারীর এই প্রবণতার জেরে প্রায়ই এমনটা হয়ে থাকে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবিষয়ে এবার রাশ টানতে চলেছে ফেসবুক। কী করবে তারা ?
এবার থেকে কোনও আর্টিকল শেয়ার করতে গেলে ব্যবহারকারীকে পপ-আপ নোটিফিকেশন পাঠাবে ফেসবুক।
নোটিফিকেশনের মাধ্যমে ব্যবহারকারীকে সতর্ক করা হবে যে তিনি সংশ্লিষ্ট প্রতিবেদনটি পড়েছেন কি না ?
অনেকটা টুইটারের আদলে। পপ-আপ প্রক্রিয়া আপাতত পরীক্ষার পর্যায়ে আছে। এই নোটিফিকেশনের মাধ্যমে ফেসবুক নিশ্চিত হয়ে নেবে যে, না খুলেও সংশ্লিষ্ট আর্টিকলটি শেয়ার করতে চাইছেন ব্যবহারকারী। না পড়েও শেয়ারের অপশন রয়েছে।
এবিষয়ে সোমবার টুইট করে ফেসবুক। তাতে লেখা হয়েছে, আজ থেকে শুরু হচ্ছে। আমরা খবরের প্রতিবেদন শেয়ারের ক্ষেত্রে জানিয়ে নেওয়ার দিকে এগোচ্ছি। যদি কোনও প্রতিবেদন আপনি না পড়ে শেয়ার করতে চান, তাহলে আমরা আপনাকে শেয়ারের আগে লিঙ্ক খুলে পড়ে নেওয়ার ব্যাপারে উৎসাহিত করব।
কোম্পানির এক মুখপাত্র এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বিশ্বব্যাপী ৬ শতাংশ অ্যানড্রয়েড ব্যবহারকারীর মধ্যে এই পরীক্ষা চালানো হবে।
এই প্ল্যাটফর্মে মিথ্যা তথ্য ছড়িয়ে পড়া আটকাতে এই উদ্যোগ। এই পপ-আপ মেসেজ ব্যবহারকারীকে সতর্ক করে দেবে।
ভুল তথ্য রয়েছে এমন কনটেন্ট ও ভোটিং নিয়ে মিথ্যা ধারণা আটকানোর চেষ্টা করছে ফেসবুক ও ইনস্টাগ্রাম।
গত বছর এক বিবৃতিতে সংস্থার তরফে বলা হয়েছিল, ফেসবুকে ভোট সংক্রান্ত লাইভ ভিডিওর বিতরণ সীমিত করা হচ্ছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -