International Civil Aviation Day:কেন পালিত হয় আন্তর্জাতিক অসামরিক বিমান চলাচল দিবস?
আজ, ৭ ডিসেম্বর, আন্তর্জাতিক অসামরিক বিমান চলাচল দিবস। প্রত্যেক বছর, ৭ ডিসেম্বরই, আন্তর্জাতিক অসামরিক বিমান চলাচল সংস্থা, দিনটি উদযাপন করে থাকে। কিন্তু কেন? এই বিশাল পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত উড়ে যাওয়ার যে সূদূরপ্রসারী প্রভাব, তা মনে রাখতেই এই উদযাপন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপাখির মতো আকাশের বুক চিড়ে ওড়ার স্বপ্ন মানুষ সেই কোন যুগ থেকে দেখে এসেছে। তবে আজকের দিনে বিমান-পরিষেবা মানে শুধু সেই স্বপ্ন ছুঁয়ে ফেলা নয়। অল্প সময়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাওয়ার অন্যতম মাধ্যম এটি।
পুরো বিশ্বের আর্থিক ও সামাজিক উন্নতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে অসামরিক বিমান পরিষেবা। এই নেটওয়ার্ক ফি-বছর গড়ে, গোটা দুনিয়ায় ৪০০ কোটি যাত্রীর যাতায়াতের দায়িত্বে রয়েছে।
দৈনিক হিসেবে দেখা গেলে, প্রত্যেক দিন, গড়ে, ১ কোটি ২০ লক্ষ যাত্রী যাতায়াত করেন দুনিয়াজুড়ে ছড়িয়ে থাকা অসামরিক বিমান চলাচল পরিষেবা নেটওয়ার্কের মাধ্যমে। প্রত্যেক দিন, গড়ে, উড়ান সংখ্যা থাকে ১ লক্ষ ২০ হাজার।
বহু মানুষের নিরাপত্তার বিষয়টি যে এই পরিষেবার সঙ্গে জড়িয়ে, সেটা স্পষ্ট। আন্তর্জাতিক অসামরিক বিমান চলাচল দিবস সেই নিরাপত্তা ও বিভিন্ন ক্ষেত্রের মধ্যে সমন্বয়ের বিষয়টি মনে করানোর জন্যও উদযাপন করা হয়ে থাকে।
শিকাগো কনভেনশনের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ১৯৯৪ সালের ৭ ডিসেম্বর ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন প্রথম দিনটি পালন করে। পরে, ১৯৯৬ সালে রাষ্ট্রপুঞ্জ দিনটিকে আন্তর্জাতিক অসামরিক বিমান চলাচল দিবসের আখ্যা দেয়।
রাষ্ট্রপুঞ্জের অন্যান্য একাধিক সদস্য় সংগঠন, যেমন বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড মেটিওরলজিকাল অর্গানাইজেশন, ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন ইত্যাদির সঙ্গে সমন্বয় রেখে কাজ করে International Civil Aviation Organisation।
প্রত্যেক পাঁচ বছর অন্তর International Civil Aviation Organisation, এই দিনটির জন্য একটি বিশেষ 'থিম' রাখে। ২০১৯ সালের ৭ ডিসেম্বর যেমন থিম ছিল, 'Advancing Innovation for Global Aviation Development'।
রানওয়ে এবং আকাশপথকে সুরক্ষিত রাখা, বিশ্বের উন্নয়নের জন্য বিমান চলাচলের গুরুত্ব এবং বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে সমন্বয়, এগুলি মনে করতেই আজকের দিনটির উদযাপন। নানা জায়গায় নানা ভাবে এই উদযাপনের ব্যবস্থা করা হয়ে থাকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -