World Human Rights Day:স্রেফ মানুষ হিসেবেই কিছু অধিকার সকলের প্রাপ্য, মনে করায় বিশ্ব মানবাধিকার দিবস
এই বছরে মানবাধিকার দিবসের থিম, 'সকলের জন্য স্বাধীনতা, সাম্য এবং ন্যায়বিচার।'
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশুধু রাজধানী দিল্লিতে নয়, পটনা শহরেও ছিল উদযাপনের মেজাজ। উইমেন্স কলেজের পড়ুয়ারা প্ল্যাকার্ড হাতে বেরোন সেখানে।
তার পর থেকে প্রত্যেক বছর, এই দিনে, মানুষের মৌলিক স্বাধীনতা ও অধিকার সংক্রান্ত নানা বিষয় বিশ্লেষণ করে দেখে বিশ্ব। মানবাধিকারের নিরিখে তাদের অতীত এবং ভবিষ্যৎ, দুই-ই এই বিশ্লেষণের অন্যতম অঙ্গ হয়ে ওঠে। হ
রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় মানবাধিকার সিলমোহর পাওয়ার পর থেকে বিশ্বের নানা প্রান্তে এই নিয়ে আলোচনা বেড়েছে। বিশেষত, ঠাঁইহীন, জনজাতি সম্প্রদায় এবং বিশেষভাবে সক্ষমদের মানবাধিকার সুরক্ষিত করার তোড়জোড় বাড়ছে।
রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় মানবাধিকার সংক্রান্ত প্রস্তাবনায় সিলমোহর দেওয়ার পরে অন্তত ৬০টি 'হিউমান রাইটস ইনস্ট্রুমেন্ট' প্রতিষ্ঠার কাজ ত্বরান্বিত হয়।
এর সম্মিলিত প্রভাবেই বিশ্বজুড়ে মানবাধিকারের মানদণ্ড নির্মাণ করা সম্ভব হয়। ধর্ম বা নাগরিকত্বের পরিচয় নির্বিশেষে, শুধুমাত্র মানুষ হিসেবে প্রত্য়েকের কিছু মৌলিক অধিকার রয়েছে। আর সেই অধিকার সুনিশ্চিত করা সমষ্টিগত ভাবে সকলের দায়িত্ব, মনে করতেই এই দিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -