Mahashivratri 2022 : মহা-ধুমধামে দেশজুড়ে শিবরাত্রি পালন, রইল ছবিতে
শিবরাত্রির উৎসবের মাঝেই যুদ্ধ থামানোর বার্তা। পুরীর সমুদ্র সৈকতে বালুশিল্পী সুদর্শন পট্টনায়েকের তৈরি কাজ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদুধ, জল, ধুতরো, আকন্দ ফুলের মালায় শিবঠাকুরের পুজো। কলকাতার এক মন্দিরে।
দেবাদিদেবের পুজো মানেই উৎসবের মেজাজ। হিমাচল প্রদেশের মান্রডিতে শিল্পীদের বিশেষ শোভাযাত্রা।
মহাদেবের সঙ্গে সঙ্গে নন্দীরই পুজো। সঙ্গে 'ওঁ নমঃ শিবায়' জপ। কলকাতার এক মন্দিরে।
গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী, মঙ্গলবার রাত ১২টা ৩৭ মিনিট ৩২ সেকেন্ড মধ্যে সারতে হবে শিবরাত্রির পুজো।
ব্রতপালন বা পারনের জন্য আগামীকাল সকাল ৯ টা ৫৩ মিনিট ২৫ সেকেন্ড পর্যন্ত সময়।
দেবাদিদেবের (lord shiva) সবচেয়ে পছন্দ বেলপাতা। তবে কোনওভাবেই ছেঁড়া বেলপাতা দেবেন না। তিনটি বেলপাতা একসঙ্গে রয়েছে এমন পাতাই অর্পণ করতে হবে। কলকাতার এক মন্দিরে ভক্তদের পুজোর ভিড়।
শিবরাত্রির ব্রত পালন হোক বা পুজো মহিলাদের মতোই সমানতালে অংশ নেন পুরুষরাও। জম্মুর আপ শম্ভু মন্দিরে ধরা পড়ল তেমনই ছবি।
মোরাদাবাদে দেবাদিদেবের পুজো। নীলকণ্ঠ রূপেই যেখানে পূজিত হন মহাদেব।
পুজো-অর্চনার মাঝেই মনোস্কামনা পূরণের জন্য প্রার্থনা। আগরতলার এক মন্দিরে।
জম্মু আপ শম্ভু মন্দির হোক বা দেশের যে কোনও প্রান্ত, শিবরাত্রি উপলক্ষে সাধারণ মানুষের প্রবল উৎসাহ দেখা গিয়েছে। (ছবি-PTI)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -