Mamata Ghatal Visit: ঘাটালে জলবন্দি এলাকা পরিদর্শন মমতার, জলে দাঁড়িয়ে পরিস্থিতি পর্যালোচনা; বিলি করলেন ত্রাণ
ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী(ফেসবুক @MamataBanerjeeOfficial)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ সকালে ঝাড়গ্রাম থেকে হেলিকপ্টারে ঘাটাল যান তিনি(ফেসবুক @MamataBanerjeeOfficial)
মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন দেব ও জুন মালিয়া(ফেসবুক @MamataBanerjeeOfficial)
ঘাটালে জলে দাঁড়িয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়(ফেসবুক @MamataBanerjeeOfficial)
জলবন্দি এলাকা পরিদর্শনের পরে ত্রাণ শিবিরে আশ্রিত দুর্গতদের সঙ্গে কথা বলেন(ফেসবুক @MamataBanerjeeOfficial)
দুর্গতদের মধ্যে ত্রাণ বিলিও করেন(ফেসবুক @MamataBanerjeeOfficial)
এছাড়াও শ্রী শ্রী অনুকূল ঠাকুরের আশ্রমে যান(ফেসবুক @MamataBanerjeeOfficial)
ঘাটালে বন্যা পরিস্থিতির জন্য ফের একবার কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী(ফেসবুক @MamataBanerjeeOfficial)
তাঁর অভিযোগ, সংসদে বারবার সরব হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় সরকার ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়িত করতে কোনও উদ্যোগ নেয়নি(ফেসবুক @MamataBanerjeeOfficial)
সেইসঙ্গে ফের একবার পরিকল্পিত বন্যার অভিযোগ করেন মমতা(ফেসবুক @MamataBanerjeeOfficial)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -