Cyclone Michaung:নভেম্বরের শেষে কি ফের ঘূর্ণিঝড়? 'মিগজাউম' নিয়ে আশঙ্কা বঙ্গোপসাগরে
'মিধিলি'-র পর কি ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা বঙ্গোপসাগরে? এখনও পর্যন্ত 'মিগজাউম'-র যা গতিবিধি, তাতে সেই রকম অশনি সঙ্কেতই দেখছেন অনেকে। মৌসম ভবন শুক্রবার পর্যন্ত কোনও ঘূর্ণিঝড়ের কথা বলেনি ঠিকই, তবে অন্য একটি সূত্রে খবর নভেম্বরের শেষাশেষি পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলের সমস্যা বাড়াতে পারে এটি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাইল্যান্ড উপসাগরে তৈরি এই 'নিরক্ষীয় ঝঞ্ঝা'-র অভিমুখ শুক্রবার পর্যন্ত তামিলনাড়ু উপকূলে রয়েছে। আগামীকালের পর, এটি আন্দামান সাগরে ঢুকতে পারে বলে পূর্বাভাস। শেষ পর্যন্ত যদি তা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়, তবে তার নাম হবে 'মিগজাউম'। এবার এই নাম রেখেছে মায়ানমার।
আবহবিদদের পর্যবেক্ষণ, তাইল্যান্ড উপসাগর ও মলয় উপদ্বীপ অঞ্চলে তৈরি এই ধরনের 'নিরক্ষীয় ঝঞ্ঝা' গত কয়েক বছর ধরে সাগরপথে অনেক দূর পাড়ি দিচ্ছে। সেই হিসেব কষে অনেকের আশঙ্কা, এবার হয়তো এই 'নিরক্ষীয় ঝঞ্ঝা' ভারত, বাংলাদেশ এবং মায়ানমারের উপকূলে আছড়ে পড়তে পারে।
এবার 'মিগজাউম' ওড়িশা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে আছড়ে পড়লে সেখানে প্রতিকূল আবহাওয়ার আশঙ্কা রয়েছে। তবে এখনও পর্যন্ত মৌসম ভবনের তরফে সরাসরি কিছু জানানো হয়নি।
এখনও পর্যন্ত তামিলনাড়ুর দিকে এর অভিমুখ হলেও যে কোনও মুহূর্তে এটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে ঘুরে যেতে পারে, বলে মনে করছেন আবহবিদদের কেউ কেউ। এর ফলে কলকাতা-সহ বঙ্গে বৃষ্টি হলেও তাতে বড়সড় বিপর্যয়ের আশঙ্কা একরকম নেই বললেই চলে।
বর্ষা-পরবর্তী সময়ে সার্বিক ভাবে ভারত মহাসাগর ও নির্দিষ্ট ভাবে বঙ্গোপসাগরে যে ভাবে ঘূর্ণিঝড় দানা বাধছে, তা নিয়ে কিছুটা উদ্বিগ্ন আবহাওয়া বিশেষজ্ঞরা।
'মিগজাউম' যদি তৈরি হয়, তা হলে হিসেব মতো তা ভারত মহাসাগরে তৈরি ষষ্ঠ ঘূর্ণিঝড় হবে। বঙ্গোপসাগরের ক্ষেত্রে এই সংখ্যা ৪। তবে কি ক্রমেই 'ব্যতিব্যস্ত' হয়ে উঠছে বঙ্গোপসাগর তথা ভারত মহাসাগর? আপাতত সেটিই বুঝতে চান তাঁরা।
পশ্চিমবঙ্গ ও ওড়িশা একেবারে কান ঘেঁষে বেঁচে গেলেও কিছু দিন আগে ঘূর্ণিঝড় 'মিধিলি'-র দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ। সেই রেশ মেলাতে না মেলাতে এবার 'মিগজাউম' এলে কী হবে, তা নিয়ে চিন্তায় থাকছেন অনেকেই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -