Narenda Modi: দক্ষিণ ভারত সফরে নরেন্দ্র মোদি, উদ্বোধন করলেন দক্ষিণ ভারতের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস
দক্ষিণ ভারত সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার কর্নাটক সফরে যান নরেন্দ্র মোদি। এদিন সকালে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দরে মোদি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএদিন বেঙ্গালুরু থেকে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দক্ষিণ ভারতে এই প্রথম চালু হল বন্দে ভারত এক্সপ্রেস।
কর্নাটক সফরে গিয়ে বেঙ্গালুরু থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চালু করলেন বন্দে ভারত এক্সপ্রেস। শুক্রবার বেঙ্গালুরুর কেএসআর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটিকে সবুজ পতাকা দেখান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিন বেঙ্গালুরুতে মোদিকে দেখার জন্য ভিড় করে ছিলেন অনেকে। প্রচুর কর্মী-সমর্থক ভিড় করেন রাস্তায়। তাঁদের দেখে রাস্তায় নেমে হাত নাড়েন মোদি।
এই ট্রেনটি চেন্নাই থেকে মাইসুরু যাতায়াত করবে। সারা দেশে এটি পঞ্চম বন্দে ভারত এক্সপ্রেস। দক্ষিণ ভারতে এটি প্রথম বন্দে ভারত এক্সপ্রেস।
প্রধানমন্ত্রীর অফিস থেকে জানানো হয়েছে, শিল্পের হাব চেন্নাই এবং তথ্যপ্রযুক্তি ও স্টার্টআপ-এর হাব বেঙ্গালুরু এবং পর্যটনকেন্দ্র মাইসুরুর মধ্য়ে যোগাযোগ আরও মসৃণ করবে এই ট্রেনটি।
এদিনই বেঙ্গালুরুতে কেম্পেগৌড়া বিমানবন্দরে নন্দাপ্রভু কেম্পেগৌড়ার ১০৮ ফুট লম্বা মূর্তির উন্মোচন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিনই কেএসআর রেল স্টেশন থেকে ভারত গৌরব কাশী দর্শন ট্রেনটিও চালু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
কর্নাটকই প্রথম রাজ্য যেটি ভারত গৌরব প্রকল্পের অধীনে ট্রেন চালু করতে রেল মন্ত্রকের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করছে। এই ট্রেনের মাধ্য়মে কর্নাটক থেকে তীর্থযাত্রীদের কাশী যাওয়া সহজ হবে।
এদিনই তামিলনাড়ুতেও গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকে রাতেই বিশাখাপত্তনম পৌঁছন তিনি। সেখানেও মোদিকে দেখার জন্য় ভিড় করেছিল জনতা। সব ছবি: নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট এবং পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -