PM Narendra Modi:মন্দিরে পুজো থেকে ৬ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন, তেলঙ্গানায় দিনভর ব্যস্ত প্রধানমন্ত্রী
'রাজ্য হিসেবে তেলঙ্গানা হয়তো নবীন, কিন্তু ভারতের ইতিহাসে তেলঙ্গানা ও তার বাসিন্দাদের অবদান সব সময়ই অসাধারণ ছিল', অকুণ্ঠ প্রশংসা স্বয়ং নরেন্দ্র মোদির।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশনিবার প্রায় ৬ হাজার ১০০ কোটি টাকার পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী।
ওয়ারাঙ্গলের ভদ্রকালী মন্দিরে পুজোও দিতে দেখা যায় নরেন্দ্র দামোদরদাস মোদিকে।
পরে একটি জনসভায় তাঁর বার্তা, 'ভারত এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি। তাতে তেলঙ্গানার অবদান অপরিসীম।'
প্রধানমন্ত্রীর কথায়, 'এমন পরিস্থিতিতে গোটা বিশ্ব ভারতে বিনিয়োগ করতে চায়। রাইজিং ইন্ডিয়া নিয়ে সকলের মধ্যে উৎসাহ তৈরি হচ্ছে।...তেলঙ্গানার মানুষের জন্যও অনন্ত সুযোগ রয়েছে।'
এদিন বক্তৃতা শুরুর আগে 'বন্দে মাতরম' এবং 'ভারত মাতা কি জয়' স্লোগান শোনা যায় সমর্থকদের মুখে।
তেলঙ্গানার পর রাজস্থানে যাওয়ার সূচি নির্ধারিত ছিল প্রধানমন্ত্রীর।
তেলঙ্গানায় বিধানসভা ভোটের আর ছ'মাস বাকি। ঠিক সেই সময়ে প্রধানমন্ত্রীর এই সফরে উজ্জীবিত হয়ে উঠবে ওই রাজ্যে দলের সংগঠন, আশা এমনই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -