Agniveer Recruitment 2024:'অগ্নিবীর' নিয়োগের রেজিস্ট্রেশন শুরু ভারতীয় সেনায়, কী কী লাগবে? কী ভাবে করবেন?

'অগ্নিবীর' নিয়োগে আজ নতুন করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করতে চলেছে ভারতীয় সেনা। 'ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর রিক্রুটমেন্ট ২০২৪' -র জন্য অ্যাপ্লিকেশন ফর্ম পাওয়া যাবেjoinindianarmy.nic.in সাইটে। (ছবি:PTI)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
আপাতত যা খবর, তাতে আগামী এপ্রিল মাসে 'অগ্নিবীর' নিয়োগের লিখিত পরীক্ষা হওয়ার কথা। সেই পরীক্ষা পাশ করলে শারীরিক সক্ষমতার বিচারে ডেকে পাঠানো হবে। (ছবি:PTI)

গত মাসে লুধিয়ানার এক সাংবাদিক সম্মেলনে, কর্নেল ডি পি সিংহ এই তথ্যগুলি দেন। ১৭-২১ বছর বয়সীরা এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। (ছবি:PTI)
'অগ্নিবীর' জেনারেল ডিউটি করতে হলে দশম শ্রেণি পাশ করলেই হবে। 'ট্রেডসম্যান' হতে গেলে, অষ্টম শ্রেণি পাশ হলেই হবে। (ছবি:PTI)
দশম শ্রেণির পরীক্ষা পাস সার্টিফিকেট, বৈধ ই-মেল অ্যাড্রেস, ব্যক্তিগত মোবাইল নম্বর, রাজ্য, জেলা এবং তহসিল/ব্লক সংক্রান্ত তথ্য (শুধুমাত্র JCR/OR আবেদনের ক্ষেত্রে প্রয়োজন), স্ক্যানড পাসপোর্ট সাইজ ছবি এবং সইয়ের স্ক্যানড ছবি। (ছবি:PTI)
এছাড়া দশম শ্রেণি ও অন্যান্য শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত মার্কশিট, যা কিনা অ্যাপ্লিকেশন ফর্ম ভরার সময় ব্যবহার করতে হচ্ছে, সেই নথিও দিতে হবে। (ছবি:PTI)
সামরিক বাহিনীতে 'অগ্নিবীর' নিয়োগের সিদ্ধান্ত নিয়ে একসময়ে বিস্তর বিতর্ক শুরু হয়। তীব্র সমালোচনার মধ্যে, গত বছর জুলাই মাসে শোনা গিয়েছিল, ভারতীয় সেনায় 'অগ্নিপথ' প্রকল্পে পরিবর্তেনর পরিকল্পনা করছে সরকার। সূত্রের খবর, ২৫ শতাংশের পরিবর্তে আগামী দিনে ভারতীয় সেনায় ৫০ শতাংশ স্থায়ী নিয়োগ হবে অগ্নিবীরদের থেকে। (ছবি:PTI)
তবে তীব্র বিতর্কের মুখেও সেনাবাহিনী যে এই নিয়ে অনমনীয় মনোভাব নেবে, সেটা স্পষ্ট হয়ে যায়। ২০২২ সালের জুলাই মাসে যেমন লেফটেন্যান্ট জেনারেল অনিল পুরী বলেন, সেনায় এই সংস্কার প্রয়োজন ছিল। ১৯৮৯ সাল থেকে সংস্কারের কাজ শুরু হয়েছিল। সংস্কারের পদক্ষেপ হিসেবেই সিডিএস নিয়োগ হয়েছিল। সেনাবাহিনীতে তারুণ্য প্রয়োজন। দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অগ্নিবীর প্রকল্প প্রত্যাহারের প্রশ্ন নেই। সেই প্রকল্পে ফের শুরু নতুন নিয়োগ। (ছবি:PTI)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -