Himachal Pradesh Rain: তছনছ হিমাচলপ্রদেশ, ভয়ঙ্কর পরিস্থিতি উত্তরাখণ্ডে, মৃতের সংখ্যা পৌঁছল ৮১-তে
একনাগাড়ে ভারী বৃষ্টি হয়েই চলেছে। তাতে পরিস্থিতি আরও সঙ্কটজনক হিমাচলপ্রদেশে। বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা যেখানে ৭১ ছিল, বৃহস্পতিবার তা বেড়ে হয়েছে ৮১।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযেভাবে জায়গায় জায়গায় ধস নেমেছে, হড়পা বানের তোড়ে ভেসে গিয়েছে বাড়িঘর, তাতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ধস এবং ধ্বংসস্তূপের নীচে চাপা পড়া মানুষজনকে উদ্ধারের কাজ চলছে এখনও।
গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে অবিরাম বৃষ্টি হয়ে চলেছে হিমাচল প্রদেশে। তাতে কার্যত ওলটপালট হয়ে গিয়েছে গোটা রাজ্য। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখখু হিমাচলের মান্ডি জেলা পরিদর্শন করেন।
এখনও পর্যন্ত যা খবর, তাতে ১৩ জন নিখোঁজ বলে উঠে এসেছে। দেহ উদ্ধার করা গিয়েছে ৫৭ জনের।
সবমিলিয়ে এ বছরই ভারী বর্ষণে হিমাচলে এখনও পর্যন্ত ২১৪ জন মারা গিয়েছেন। খোঁজ মেলেনি ৩৮ জনের।
তবে এখই এই পরিস্থিতি থেকে মুক্তি নেই বলে মনে করা হচ্ছে। কারণ আগামী কয়েক দিনও হিমাচলে বিক্ষিপ্ত এবং ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
ভয়ঙ্কর পরিস্থিতি উত্তরাখণ্ডেও। এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
হৃষিকেশ-বদ্রীনাথ জাতীয় সড়কের একাংশ কার্যত ধুয়েমুছে সাফ। কী ভাবে তা খোলা যায়, তা চেষ্টা চলছে। অন্য দিকে, নতুন করে বানভাসি হয়েছে পাঞ্জাব।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -