Republic Day 2023: ২৩ জানুয়ারি শেষ মুহূর্তের অনুশীলন, তুঙ্গে প্রস্তুতি
আর কদিন পরেই প্রজাতন্ত্র দিবস। তার আগে দিল্লির বুকে চলেছে পুরোদমে মহড়া।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২৩ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের ড্রেস রিহার্সাল হবে নয়া দিল্লিতে। সকালে হবে এই অনুষ্ঠান।
২৩ জানুয়ারি, সকাল সাড়ে দশটা নাগাদ বিজয় চক থেকে শুরু হবে মহড়া। শেষ হবে লালকেল্লায়।
বিজয় চক থেকে শুরু হয়ে কড়ওয়াতিপথ, সি-হেক্সাগন, নেতাদি সুভাষ চন্দ্র বসু মূর্তি হয়ে তিলক মার্গ হয়ে এগোবে মহড়া।
বাহাদুর শাহ জাফর মার্গ, নেতাজি সুভাষ মার্গ হয়ে যাবে মহড়া। এইভাবে এগিয়ে শেষ হবে লালকেল্লায়।
২৩ জানুয়ারি যে ড্রেস রিহার্সাল হবে তার জন্য দিল্লি ট্রাফিকে একাধিক বদল ঘটবে। বেশ কিছু রাস্তা বন্ধ থাকবে তার জন্য়। সেই কারণে ট্রাফিকের উপর বড়সড় প্রভাব পড়বে।
এই বছর প্রজাতন্ত্র দিবসের থিম 'participation of the common people
চলতি বছরে প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে আসবেন ইজিপ্টের প্রেসিডেন্ট আবদেল ফতহ আল-সিসি
প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অনলাইনে টিকিট বিক্রি হচ্ছে। ৬ জানুয়ারি থেকে অনলাইনে এবং ৯ জানুয়ারি থেকে অফলাইনে টিকিট বিক্রি হচ্ছে।
তিনটি অনুষ্ঠান, ফুল ড্রেস রিহার্সাল, প্রজাতন্ত্র দিবসেব প্যারেড এবং বিটিং দ্য রিট্রিট- এই অনুষ্ঠানের জন্য টিকিট বিক্রি হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েব পোর্টাল খেকে টিকিট কেনা যাবে। সব ছবি: PTI
- - - - - - - - - Advertisement - - - - - - - - -