water logged Kolkata: টানা বৃষ্টিতে জল থইথই মহানগর, শহরজুড়ে জল-যন্ত্রণার ছবি
টানা বৃষ্টিতে জল থইথই মহানগর। একরাতের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে কলকাতা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিভিন্ন জায়গায় জল-যন্ত্রণার ছবি ধরা পড়ল। শহরের উত্তর থেকে দক্ষিণ কার্যত জলমগ্ন।
বেহালা, একবালপুর, খিদিরপুর, চেতলা, ঠনঠনিয়া, আমহার্স্ট স্ট্রিট, সুকিয়া স্ট্রিটের মতো এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগে।
সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মোমিনপুর এলাকায়। সেখানে বৃষ্টি হয়েছে ১৭৯ মিলিমিটার। বালিগঞ্জে বৃষ্টি হয়েছে ১৪৮ মিলিমিটার। কালীঘাটে বৃষ্টি হয়েছে ১৬৮ মিলিমিটার। বেহালা ফ্লাইং ক্লাবে বৃষ্টি হয়েছে ১৬৩ মিলিমিটার।
কোথাও কোথাও ভেঙে পড়ল গাছ। ফলে, পথ আটকে যাতায়াতে সমস্যা হয়।
অধিকাংশ জায়গাতেই জল ঠেলেই এগোতে হল সাধারণ মানুষকে।
বৃষ্টিতে গঙ্গার জলস্তর বেড়ে যাওয়ায় বন্ধ ছিল লকগেট। তার জন্য জল জমে যায়। বৃহস্পতিবার সকালে লকগেট খোলা হলে জল নামতে শুরু করে বলে কলকাতা পুরসভা সূত্রে খবর।
পুরসভার নিকাশীর কাজ যে শেষ হয়নি, তা বর্ষার প্রথম বৃষ্টিতেই ভালমতো টের পাচ্ছে কলকাতা।
এই পরিস্থিতিতে আজ শহরের জলমগ্ন বিভিন্ন এলাকা ঘুরে দেখেন কলকাতা পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারম্যান ফিরহাদ হাকিম ।
তিনি বলেন, কিছু নিচু এলাকায় জল জমেছে। চেতলা, বেহালা, খিদিরপুর, এখানে কোঅর্ডিনেটরদের বলেছি স্কুলে থাকার ব্যবস্থা করতে। খাবার দিতে।
এদিকে শনিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন অংশে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -