Sonali Phogat Death: টিকটক তারকা থেকে বিজেপি নেত্রী, বয়সে ছোট সুদর্শন নায়কের প্রতি অনুরাগ, ৪২-এ চলে গেলেন সোনালী ফোগাত
টিকটক তারকা থেকে বিজেপি নেত্রী, বয়সে ছোট সুদর্শন নায়কের প্রতি অনুরাগ, ৪২-এ চলে গেলেন সোনালী ফোগাত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরক্ষণশীল বলে ‘দুর্নাম’ রয়েছে দলের। কিন্তু তিনি ছিলেন বাঁধনছাড়া। ছেলে-ছোকরাদের পেরিয়ে তাই টিকটক সেনসেশন হয়ে উঠেছিলেন।
রাজনীতিতেও সাড়া জাগিয়েছিলেন শুরুতে। কিন্তু স্বাধীনচেতা মনোভাব, খোলামেলা জীবনযাপন নিয়ে প্রতি পদে প্রশ্নের মুখে পড়েন। সে সব ছাড়িয়ে মাত্র ৪২ বছর বয়সে মারা গেলেন সোনালী।
হরিয়ানার হিসারে জন্ম সোনালীর। স্কুলের গণ্ডি পেরোতে না পেরোতে বিয়ে দিয়ে দেয় পরিবার। কিন্তু পরিবারে যে স্বাধীনতা পাননি, বিয়ের পর স্বামীর কাছে সেই স্বাধীনতা পেয়েছিলেন সোনালী।
বিয়ের পরই পড়াশোনা এগিয়ে নিয়ে যান সোনালী। অভিনয়, মডেলিং, টিকটক, রাজনীতি, সব কিছুই স্বামীর জন্য চালিয়ে যেতে পেরেছিলেন তিনি।
‘এক মা জো লাখোঁ কে লিয়ে বনি আম্মা’ সিরিয়ালে অভিনয় করেন সোনালী। রিয়্যালিটি শো ‘বিগ বস’-এো অংশ নেন তিনি। হরিয়ানায় বিজেপি-র মহিলা মোর্চার প্রধান নিযুক্ত হন। দিল্লি, চণ্ডীগড়, পঞ্জাব এবং ছত্তিশগড়েও দলের মহিলা শাখার দায়িত্ব সামলান।
২০১৬ সালে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় সোনালীর স্বামীর। তাঁদের এক মেয়ে রয়েছে যশোধরা। ‘বিগ বস’ প্রতিযোগী, সুদর্শন অভিনেতা আলি গনির প্রতি অনুরাগ ব্যক্ত করেছিলেন সোনালী। সেই নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে।
তবে বয়সে ছোট আলির প্রতি অনুরাগ প্রকাশের জন্য আক্ষেপ ছিল না সোনালীর। বরং এ ব্যাপারে মেয়ের সমর্থনও পেয়েছিলেন বলে জানিয়েছিলেন।
বাজার সমিতির সম্পাদককে জুতোপেটা করার একটি ভিডিও সামনে আসে সোনালীর। তার জন্য বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। দলের অন্দরেও সমালোচনার মুখে পড়েন।
নিজের পরিশ্রমেই বিজেপি-র কাছ থেকে ভোটের টিকিট পেয়েছিলেন বলে জানান সোনালী। কিন্তু টিকটকে তাঁর জনপ্রিয়তা দেখেই বিজেপি টিকিট দিয়েছিল বলে দাবি করেন অনেকে।
সম্প্রতি গোয়া গিয়েছিলেন সোনালী। সোমবার রাতে সেখানেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। রাতেই মৃত্যু হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -