Indian Army Diwali: আলোয়-বাজিতে দীপাবলিতে মাতোয়ারা দেশের অতন্দ্র প্রহরীরা
দোরগোড়া দীপাবলি। সেই উপলক্ষে আলোর উৎসবে মেতে উঠলেন ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরাও। নিয়ন্ত্রণরেখা বা এর কাছে ভারতের শেষ সেনা পোস্টে দীপাবলি উদযাপন জওয়ানদের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআখনুর সেক্টরেও দীপাবলি পালন করা হয়েছে। উদ্য়োক্তা সেখানে মোতায়েন জওয়ানরা।
শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে উৎসব। ধনতেরাস উপলক্ষে উৎসবে মাতলেন তাঁরা।
তুবড়ি জ্বালিয়ে উৎসবে মাতলেন সেনাকর্মীরা। বিভিন্ন জায়গায় জ্বালানেন প্রদীপ।
আয়োজন ছিল নানা আতসবাজির। সন্ধেয় তারাবাতি জ্বালিয়ে মাতলেন উৎসবে।
নানা রকম মিষ্টি এবং লাড্ডুও ছিল রসনা পরিতৃপ্তিতে।
আখনুর সেক্টরে নিয়ণন্ত্ররেখায় মোতায়েন জওয়ানরা শনিবার রাতে বাজি ফাটিয়ে উৎসবে মাতেন। সেখানেই নানা জায়গায় মাটির প্রদীপ জ্বালিয়ে উৎসব পালিত হয়। লক্ষ্মী-গণেশ পুজো করেন জওয়ানেরা।
দীপাবলির উৎসব তো ছিলই। কিন্তু তার জন্য একটুও ঢিলেমি নেই পাহারায়। অতন্দ্র প্রহরায় জওয়ানরা।
১০ হাজার ফুট উচ্চতায় পালিত হল দীপাবলি। মিষ্টি বিতরণ থেকে কোলাকুলি, সবই আয়োজন। সেখান থেকেই দেশবাসীর জন্য দীপাবলির শুভেচ্ছা জানিয়েছে জওয়ানরা।
সেখান থেকেই দেশবাসীর প্রতি দীপাবলির শুভেচ্ছা জানান জওয়ানরা। সমস্ত উদ্বেগ সরিয়ে রেখে দীপাবলিতে মেতে উঠতে বলেন তাঁরা। সব ছবি: পিটিআই এবং টুইটার
- - - - - - - - - Advertisement - - - - - - - - -