Dawki Lake: স্ফটিকের মতো স্বচ্ছ জল! অবাক করা রূপ মেঘালয়ের এই নদীর
মনে হবে যেন কাচের উপর রয়েছেন। এটি যে নদীই বিশ্বাসই হবে না একঝলকে। এতটাই পরিস্কার উমনগোট নদী। কেবল নৌকোর ছায়া পড়ে নদীর তলদেশে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসারা এশিয়ার মধ্যে এই নদীই স্বচ্ছতম। উপরিভাগ থেকে নদীর তলদেশ ঝকঝকে জল। ঠিক যেন স্ফটিক।
মেঘালয়ের ছোট পাহাড়ি গ্রাম মাওলিননং এর মধ্যে দিয়ে বয়ে চলা এই নদীর আরেক নাম দৌকি।
ভারত এবং বাংলাদেশের সীমান্তের কাছে রয়েছে নদীটি। এই ক্ষেত্রটিই এখন পর্যটকদের অন্যতম গন্তব্য। পৃথিবীর হাজার হাজার পর্যটকেরা ভিড় জমান।
দূষণমুক্ত হওয়ার কারণেই জল এতটা স্বচ্ছ নদীর এমনটাই মত পরিবেশবিদদের। এই নদীর গভীরতা মাত্র ১৫ ফুট।
উমনগোট নদী জয়ন্তীয়া এবং খাসি পাহাড়ের মাঝ দিয়ে বয়ে গিয়েছে। নদীর তলদেশের নুড়ি-পাথরও স্পষ্ট দেখা যায়।
কাচের মতো পরিষ্কার এই নদীর জল ও জলের রঙের ছটায় মন্ত্রমুগ্ধ বিশ্ব।
মেঘালয়ের নদীর পাশের গ্রামটিও এমনই সুন্দর ও দূষণমুক্ত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -