Mukesh Ambani: অন্নদানেই কয়েক কোটি, হবু পুত্রবধূকে নিয়ে তীর্থযাত্রায় মুকেশ আম্বানি
যা পেয়েছেন, তা অতুলনীয়। কৃতজ্ঞতাস্বরূপ তীর্থে বেরিয়েছেন শিল্পপতি মুকেশ আম্বানি। আর তাতেই ফের খবরের শিরোনামে তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগত এক সপ্তাহ ধরে বিভিন্ন মন্দিরে দর্শন সারছেন মুকেশ। সঙ্গে রয়েছেন, ছোট ছেলে অনন্ত আম্বানির হবু স্ত্রী রাধিকা মার্চেন্ট। তাঁদের একাধিক ছবি সামনে এসেছে।
তাতে বিনয়ী, ভক্তিভাবে নিমগ্ন শিল্পপতিকে দেখা গিয়েছে। একই সঙ্গে নতুন প্রজন্মের অংশ হয়েও, রাধিকার বিনয়ী আচরণও নজর কাড়ছে।
গোটা আম্বানি পরিবারের সঙ্গেই মধুর সম্পর্ক রাধিকার। বিভিন্ন অনুষ্ঠানে তো বটেই, নানা সময়ই গোটা পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা যায় তাঁকে।
এমনকি ভারতীয় নৃত্যকলায় পটীয়সী রাধিকার প্রতিভা তুলে ধরতে ‘আরঙ্গত্রম’-এর আয়োজনও হয় আম্বানিদের বাড়িতেই। তীর্থযাত্রায় মুকেশের সঙ্গে শামিল হয়েছেন রাধিকাও।
অন্ধ্রপ্রদেশের তিরুমালা তিরুপতি মন্দিরে যান মুকেশ এবং রাধিকা, কেরলের শ্রী কৃষ্ণ মন্দিরেও দর্শন সারেন। সেখানে দেড় কোটি টাকা দান করেন মুকেশ। অন্নদানম অর্থাৎ পুণ্যার্থীদের খাবারের জন্যই ওই টাকা দান করেন।
তিরুমালা তিরুপতি মন্দিরেও দেড় কোটি টাকা দান করেন মুকেশ। দেবস্থানের এগজিকিউটিভ ডিরেক্টর ধর্ম রেড্ডির হাতে ডিম্যান্ড ড্রাফ্ট তুলে দেন তিনি।
কোটি কোটি টাকার ব্যবসা সামলেও, পুজো-অর্চনার প্রতি বিশেষ মনোযোগী মুকেশ। তাঁর স্ত্রী নীতাও এ ব্যাপারে উদ্যোগী। প্রায়শই পুজো-অর্চনা-ভজনের আয়োজন হয় তাঁদের বাড়িতে।
আম্বানিদের বাড়ির পুজোয় আমন্ত্রিতের তালিকায় দেখা যায় বলিউডের তাবড় তারকাদেরও। একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছবিও তোলেন তাঁরা।
তবে মুকেশের এই তীর্থযাত্রা বিশেষ ভাবে উল্লেখযোগ্য। কারণ ইদানীং কালে রিলায়্যান্সের যাবতীয় ব্যবসায় কার্যত পিছনের আসনে দেখা গিয়েছে তাঁকে। বরং দুই ছেলে এবং মেয়েকেই উত্তরাধিকার হিসেবে তুলে ধরছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -