Maharashtra School Reopen: অতিমারীর ছায়া কাটিয়ে মহারাষ্ট্রে ফের খুলল স্কুল
করোনা অতিমারীর ফলে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর আজ থেকে খুলল মহারাষ্ট্রের স্কুল। গতমাসেই এই মর্মে ঘোষণা করেছিল মহারাষ্ট্র সরকার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএখনও অবধি স্কুলগুলি কেবল সেই অঞ্চলে অফলাইন বা স্কুল পরিচালনা করছিল যেখানে করোনা সংক্রমণের হার অন্যান্য এলাকা থেকে তুলনামূলকভাবে কম ছিল।
মহারাষ্ট্রের স্কুল শিক্ষা মন্ত্রী বর্ষা গায়কোয়াড় বলেন, গ্রামাঞ্চলে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল খুলছে। অন্যদিকে, শহরাঞ্চলে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল খুলল।
শহরাঞ্চলে প্রথম থেকে সপ্তম শ্রেণি এবং গ্রামাঞ্চলে প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত এখনও খুলছে না স্কুলের দরজা।
মহারাষ্ট্রের স্কুল শিক্ষা মন্ত্রী জানিয়েছেন, প্রতিটি স্কুলকে অভিভাবক-শিক্ষক সাক্ষাতের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি, স্কুল কর্তৃপক্ষের তরফে কী কী সতর্কতামূলক ব্যবস্থা তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করা হবে, সেই সম্পর্কে অভিভাবকদের অবগত করতে হবে।
যদিও সমগ্র রাজ্যে স্কুলগুলি পুনরায় চালু হচ্ছে, তা সত্ত্বেও পড়ুয়াদের স্কুলে যাওয়ার কোনও বাধ্যবাধকতা নেই। স্কুলে উপস্থিত হতে চাইলে অভিভাবকদের সম্মতি প্রয়োজন হবে। ছাত্রছাত্রীদের অনলাইন এবং অফলাইন -- দুধরন ক্লাসে প্রবেশের সুবিধাই দেওয়া হবে।
স্কুল শিক্ষা বিভাগের নেওয়া এক সমীক্ষায় দেখা গেছে, ৭০ শতাংশেরও বেশি অভিভাবক স্কুল খোলার পক্ষে ছিলেন।
খোলার আগে স্কুলগুলির জন্য বেশ কিছু স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিওর মানার নির্দেশ দিয়েছিল মহারাষ্ট্র সরকার। তার মধ্যে রয়েছে ক্লাসের মধ্যে সামাজিক দূরত্ব, স্কুল স্বাস্থ্য ক্লিনিক স্থাপন করা ইত্যাদি।
আদিবাসী উন্নয়ন বিভাগ দ্বারা পরিচালিত আবাসিক বিদ্যালয়গুলির খোলার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রক পৃথক সিদ্ধান্ত নেবে বলে জানান গায়কওয়াড়।
মহারাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রবিবার ওই রাজ্যে ২৬৯২ জন নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন। গত ২৪-ঘণ্টায় মারা গিয়েছেন ৪১ জন এবং ২,৭১৬ জন রোগী আরোগ্যলাভ করেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -