World Rhino Day: বিশ্ব গণ্ডার দিবসে অসমে পুড়িয়ে দেওয়া হল প্রায় আড়াই হাজার খড়্গ
বুধবার ছিল বিশ্ব গণ্ডার দিবস। প্রতি বছর ২২ সেপ্টেম্বর বিশ্ব গণ্ডার দিবস হিসেবে পালন করা হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপৃথিবীতে বর্তমানে যে পাঁচ প্রজাতির গণ্ডার আছে, তাদের সংরক্ষণের বিষয়ে সচেতনতা তৈরির চেষ্টা করা হয় বিশ্ব গণ্ডার দিবস।
এখন পৃথিবীতে আছে ব্ল্যাক রাইনো, হোয়াইট রাইনো, গ্রেটার ওয়ান-হর্নড রাইনো, সুমাত্রান রাইনো ও জাভান রাইনো।
আফ্রিকার ব্ল্যাক ও হোয়াইট রাইনো এবং সুমাত্রান রাইনোর দু’টি করে খড়্গ থাকে। তবে ভারতীয় ও জাভান রাইনোর একটি করে খড়্গ থাকে।
গতকাল বিশ্ব গণ্ডার দিবসে অসমে ২,৪৭৯টি গণ্ডারের খড়্গ পুড়িয়ে দেওয়া হয়। চোরাশিকারিরা এই গণ্ডারের খড়্গগুলি পাচারের চেষ্টা করছিল। তবে তার আগেই খড়্গগুলি বাজেয়াপ্ত করা হয়। সেগুলিই পুড়িয়ে দেওয়া হল।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা নিজে গণ্ডারের খড়্গগুলি পুড়িয়ে দেওয়ার উদ্যোগ নেন।
অসমের মুখ্যমন্ত্রী বলেন, গণ্ডার হত্যা ঠেকাতেই হবে। এর জন্য ভারতের আইনের পাশাপাশি আন্তর্জাতিক আইনও কঠোরভাবে পালন করতে হবে। গণ্ডারের খড়্গ বিক্রি নিষিদ্ধ করতে হবে।
অসমের মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা সারা পৃথিবীকে এই বার্তা দিতে চাই যে মাথায় খড়্গ নিয়ে বেঁচে থাকা গণ্ডার আমাদের কাছে অমূল্য। চোরাশিকারিরা খড়্গের জন্য যে গণ্ডারগুলিকে মেরে ফেলে এবং সরকারি সংগ্রহশালায় খড়্গগুলি রেখে দেওয়া হয়, আমরা এর বিরোধী।’
চোরাশিকারিদের উদ্দেশে কড়া বার্তা দেওয়ার জন্যই গণ্ডারের খড়্গগুলি পুড়িয়ে দেওয়া হল বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী।
গণ্ডারের খড়্গ পুড়িয়ে দেওয়ার অনুষ্ঠানে অসমের মুখ্যমন্ত্রী ছাড়াও একাধিক মন্ত্রী, বিধায়ক এবং সরকারি আধিকারিকরা হাজির ছিলেন।
চোরাশিকারিদের দাপটে সারা বিশ্বে অসংখ্য প্রাণীর মতোই গণ্ডারও বিপন্ন। বিশ্ব গণ্ডার দিবসে এই প্রাণীগুলিকে রক্ষা করার শপথ নেওয়া হল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -