International Women's Day 2022: হিজাব-বিতর্কের মধ্যেই আন্তর্জাতিক নারী দিবসের আগে বেঙ্গালুরুতে মহিলাদের মিছিল
হিজাব বিতর্কের মধ্যেই কর্ণাটকের বেঙ্গালুরুতে আন্তর্জাতিক নারী দিবসের আগে মহিলা সংগঠনের মিছিল। নারীদের মর্যাদা, শিক্ষার অধিকার, পছন্দের অধিকার, বহুত্ববাদ, শান্তির বার্তা নিয়ে এই রবিবার এই মিছিলে হাঁটলেন মহিলারা। (ছবি-পিটিআই)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appউল্লেখ্য, কিছুদিন আগেই হিজাব বিতর্ক দানা বেঁধেছিল কর্ণাটকের বিভিন্ন অংশেই। মুসলিম ছাত্রীদের হিজাব পরে ক্লাসে আসতে না দেওয়া ঘিরে বিতর্কের সূত্রপাত হয়েছিল। এই বিতর্কের মধ্যেই বেঙ্গালুরুতে মহিলাদের এই মিছিল। (ছবি-পিটিআই)
মিছিলে বেশ কয়েকজন মহিলাকে ফতিমা শেখ ও সাবিত্রীবাই ফুলের মতো সমাজসংস্কারকের সজ্জায় অংশ নিতে দেখা যায়। এই দুই সমাজ সংস্কারক নিপীড়িত সমাজের মহিলাদের শিক্ষা প্রদানের কাজ শুরু করেছিলেন। (ছবি-পিটিআই)
যে গোষ্ঠী এই মিছিলের আয়োজন করেছিল, সেখানে রয়েছেন শিক্ষক, পড়ুয়া, আইনজীবী, সমাজকর্মী ও এমনকি নিপীড়নের শিকাররাও। (ছবি পিটিআই)
উল্লেখ্য, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয়। এবারের আন্তর্জাতিক নারী দিবসের থিম, সুস্থির আগামীকালের জন্য আজ প্রয়োজন লিঙ্গ সমতা (Gender Equality Today for a Sustainable Tomorrow) ।
রাষ্ট্রপুঞ্জের সংশ্লিষ্ট সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, জয়বায়ু ও পরিবেশগত পরিবর্তন, বিপর্যয়ের মতো বিষয়গুলি একাদশ শতকে সারা বিশ্বজুড়েই চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এই পরিপ্রেক্ষিতে চলতি ২০২২ লিঙ্গ সমতা অর্জনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -