এক্সপ্লোর
PM At Hyderabad: হায়দরাবাদে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে প্রধানমন্ত্রী, দেখুন নানা মুহূর্ত
দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে তখন বক্তব্য রাখছেন নরেন্দ্র মোদী
1/10

হায়দরাবাদে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক । সেই মঞ্চেই দলের উন্নয়নকেন্দ্রিক নীতি, গত ৮ বছরে জনমুখী উদ্যোগ-সহ নানা বিষয় নিয়ে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
2/10

শনিবারও জাতীয় কর্মসমিতির বৈঠক মঞ্চের ছবি দিয়েছেন নিজের টুইটার হ্যান্ডেলে। রবিবার সেই মঞ্চ থেকেই বাংলায় সন্ত্রাসের অভিযোগে সরব হন তিনি।
3/10

প্রধানমন্ত্রী বলেছেন, ‘বাংলায় আমাদের কর্মীরা খুন হচ্ছেন। তারপরেও দেশের স্বার্থে দলের পতাকা হাতে এগিয়ে চলেছেন।' হায়দরাবাদে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকের সমাপ্তি ভাষণে তাঁর মন্তব্যে তোলপাড় রাজনৈতিক আঙিনা।
4/10

শেষ বিধানসভা ভোটের পর বাংলায় একের পর এক বিজেপি কর্মীর উপর হামলা হয় বলে অভিযোগ। দলীয় অফিস তো বটেই, বিজেপি কর্মীর পরিবারের উপরেও হামলা চলে বলে অভিযোগ উঠে আসে।
5/10

এ বিষয়ে একুশের ভোটের পর থেকে সরব বঙ্গ বিজেপি। এক কথা শোনা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মুখেও। এবার দলের জাতীয় কর্মসমিতির সমাপ্তি ভাষণেও অভিযোগ প্রধানমন্ত্রীর।
6/10

এদিন হায়দরাবাদের নাম বদলানোর ইঙ্গিত মিলেছে প্রধানমন্ত্রীর কথায়, ধারণা একাংশের। শহরের নাম 'ভাগ্যনগর' হতে পারে কি? মোদীর কথায় সে রকমই ইঙ্গিত।
7/10

বৈঠকে বক্তব্য রাখেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডাও। চব্বিশের সাধারণ নির্বাচনের রণকৌশল ঠিক করতেই বার্তা দিয়েছেন তিনি।
8/10

সমাপ্তি ভাষণে দলের শীর্ষ নেতৃত্বের কথায় মনোযোগ বাকিদের।
9/10

দুদিনের বৈঠক থেকে চব্বিশের মহারণের কী কৌশল তৈরি হয়, বঙ্গে বিজেপির গোষ্ঠীকোন্দলে কোনও নিয়ন্ত্রণ আসে কিনা, সবটাই নজরে রাখবে রাজনৈতিক মহল।
10/10

তবে আপাতত প্রধানমন্ত্রীর মুখে বাংলায় সন্ত্রাসের অভিযোগই সব পেরিয়ে শিরোনামে।
Published at : 03 Jul 2022 11:58 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















