মাথায় নিলেন ঝুড়ি, চা পাতাও তুললেন প্রিয়ঙ্কা গাঁধী
কিছুদিনের মধ্যে বিধানসভা ভোট অসমে। ভোটপ্রচারে গিয়ে সেখানে চা বাগানের শ্রমিকের সঙ্গে কথা বলার মাঝে অন্য রূপে ধরা দিলেন প্রিয়ঙ্কা গাঁধী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅসমের সাধরু চা বাগানে গিয়ে কংগ্রেস নেত্রী মাথায় তুলে নিলেন ঝুড়ি, শ্রমিকদের সঙ্গে হাত লাগানেন চা পাতা তোলাতেও।
চা বাগানের শ্রমিকদের সঙ্গে কথাও বলেন তিনি। তাদের সঙ্গে কথা বলার ও চা তোলার ছবি প্রিয়ঙ্কা গাঁধী নিজেই ভাগ করে নেন তাঁর টুইটার অ্যাকাউন্টে।
চা বাগানের শ্রমিকদের সহজ সরল জীবনযাপন ও তাঁদের থেকে যেরকম ভালোবাসা তিনি পেলেন, তাতে আল্পুত বলেও জানান প্রিয়ঙ্কা।
গল্পের মাঝে চা বাগানের শ্রমিকদের পরিবারের খোঁজ যেমন নেন প্রিয়ঙ্কা, তেমনই জেনে নেন বিভিন্ন সুবিধা-অসুবিধা সম্পর্কেও।
যেরকম ভালোবাসা পেলাম, তা ভুলব না বলেও জানান কংগ্রেস নেত্রী।
১২৬ আসনের অসম বিধানসভায় ভোট হবে তিন দফায়। ২৭ মার্চ, ১ ও ৬ এপ্রিল ভোটগ্রহণ, ফলঘোষণা ২ মে।
গতবার ১২২ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করলেও মাত্র ২৬টি আসন জিততে সক্ষম হয়েছিল কংগ্রেস।
এবারে ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে আক্রমণে কংগ্রেস শিবিরের সবথেকে বড় অস্ত্র সিটিজেনশিপ অ্যামেডমেন্ট অ্যাক্ট (সিএএ) তথা নাগরিকত্ব বিল।
এখনও পর্যন্ত শুধুমাত্র উত্তরপ্রদেশেই সীমাবদ্ধ ছিল প্রিয়ঙ্কার রাজনৈতিক প্রচার কর্মসূচি। এবারের অসমের পাশাপাশি কেরল, পুদুচেরী এমনকি পশ্চিমবঙ্গেও তাঁকে দিয়ে ভোটপ্রচারের পরিকল্পনা রয়েছে কংগ্রেসের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -