Punjab New CM: ভাড়াবাড়ি থেকে মসনদে, পাঞ্জাবে এ বার আম আদমি-র শাসন, মুখ্যমন্ত্রী হচ্ছেন ভগবন্ত
পেট চলত লোক হাসিয়েই। তা-ও সামাজিক দায়িত্ববোধ হারাননি তিনি। বরং হাসির মঞ্চ থেকেই কটাক্ষ ছুড়ে দিতেন রাজনীতিকদের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএ বার সেই ভগবন্ত সিংহ মান খোদই রাজনীতিতে। শুধু রাজনীতিতে নন, সরাসরি পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদে। তবে হাতে ক্ষমতা পেলেও, তিনি যে আজও মাটির কাছাকাছি, ফের তা বুঝিয়ে দিলেন।
বৃহস্পতিবার পাঞ্জাব বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে। তাতে দিনের শেষে ৯২টি আসনে এগিয়ে রয়েছে আম আদমি পার্টি। ধুরি থেকে বিজয়ী হয়েছেন ভগবন্ত নিজেও।
কিন্তু জিতেই ভগবন্তের ঘোষণা, নিয়মমাফিক রাজভবনে নয়, পূর্বপুরুষের গ্রাম নওয়ানশহরের খাটকরকলাঁয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি।
একই ভাবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে ভগবন্তের নাম ঘোষণা হওয়ার পরও চমকে উঠেছিলেন অনেকে। চমক ছিল তাঁর নাম ঘোষণা ঘিরেও। টেলিভোটের মাধ্যমে পাঞ্জাববাসীর ৯৩ শতাংশ ভোট পেয়ে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হন। তাতে অরবিন্দ কেজরিওয়ালকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন তিনি।
এর আগে পাঞ্জাবের সাঙ্গরুর থেকে দু’বার সাংসদ নির্বাচিত হন ভগবন্ত। লোকসভায় আপের একমাত্র সাংসদও তিনিই। একাধিকবার তাঁকে ‘ছোট ভাই’ হিসেবে সম্বোধন করতে দেখা গিয়েছে কেজরিওয়ালকে। নির্বাচনী হলফনামায় ভাড়াবাড়িতে থাকেন বলে দেখিয়েছিলেন ভগবন্ত। যদিও দেড় কোটি টাকার স্থাবর সম্পত্তি দেখিয়েছিলেন।
১৯৭৩ সালে পাঞ্জাবের সাঙ্গরুরে জন্ম ভগবন্তের। কলেজে পড়ার সময় থেকেই হাসির অনুষ্ঠানে অংশ নিতে শুরু করেন। দু’বার পদকও জেতেন।
পরবর্তী কালে কৌতুকাভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন ভগবন্ত। মানুষকে হাসানোর পাশাপাশি, রাজনীতি, ব্যবসা এবং ক্রীড়াজগতের একচ্ছত্রবাদ নিয়ে ব্যঙ্গধর্মী অনুষ্ঠানও করতেন।
জগতর জগ্গির সঙ্গে মিলে টেলিভিশনে ‘জুগনু কেহন্দা হ্যায়’ নামের একটি অনুষ্ঠানের সূচনা করেন ভগবন্ত। এর পরেও একাধিক অনুষ্ঠানে দেখা যায় তাঁকে।কানাডা, ইংল্যান্ডেও নিয়মিত অনুষ্ঠান করতেন। জাতীয় পুরস্কার জয়ী ‘ম্যা মা পাঞ্জাব দি’ ছবিতে অভিনয়ও করেন।
২০১১ সালে প্রথমে পিপলস পার্টি অফ পাঞ্জাবের হাত ধরে রাজনৈতিক জীবন শুরু ভগবন্তের। ২০১৪ সালে আম আদমি পার্টিতে যোগ দেন। ২০১৭ সালে জালালাবাদে সুখবীর সিং বাদল এবং রবনীত সিংহ বিট্টুর বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে পরাজিত হন ভগবন্ত।
মদ্যপানের অভ্যাস নিয়ে সেই সময় বিতর্ক বাঁধান তিনি। তার জেরে প্রকাশ্য সভায় মদ ছোঁবেন না বলে প্রতিজ্ঞাও নিতে হয় তাঁকে। বেফাঁস মন্তব্য করেও তিনি বিতর্কে জড়িয়েছেন একাধিকবার। সংসদের নিরাপত্তা বলয় নিয়ে ভিডিও পোস্ট করে বিতর্কে জড়িয়েছিলেন ভগবন্ত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -