Ratan Tata: একাকীত্বের যন্ত্রণা অনুভূত হয় বার্ধক্যে, একা একা ৮৪ পেরিয়ে স্বগতোক্তি রতন টাটার
টাটা গ্রুপের বৃহৎ সাম্রাজ্য তাঁর হাতে। তা সামলাতে গিয়েই বার্ধক্য পার হয়ে গিয়েছে। পার করে ফেলেছেন গিয়েছেন জীবনের ৮৪টি বসন্ত। এতদিন পর একাকীত্ব নিয়ে স্বগতোক্তি করতে দেখা গেল শিল্পপতি রতন টাটাকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজীবনের প্রতি পদে কারও সঙ্গ আশা করেন প্রত্যেকেই। তা না পাওয়ার যন্ত্রণা কী, তা একাকীত্বে ভোগেন যাঁরা, তাঁরাই বোঝেন বলে মত রতন টাটা।
প্রবীণ নাগরিকদের একাকীত্ব কাটাতে অভিনব পদক্ষেপ করেছে স্টার্টআপ সংস্থা ‘গুডফেলোজ’। তাতে প্রবীণ নাগরিকদের সঙ্গে নবীনদের বন্ধুত্ব স্থাপনে সেতুবন্ধন হয়ে দাঁড়িয়েছে তারা।
ওই স্টার্টআপ সংস্থার পাশে দাঁড়িয়েছেন রতন টাটা। তাতে মোটা অর্থসাহায্য করেছেন তিনি। টাকার অঙ্ক কত, তা যদিও প্রকাশ করা হয়নি। তবে সংস্থার উদ্বোধনে মঙ্গলবার হাজির ছিলেন তিনি।সেখানেই একাকীত্ব নিয়ে মুখ খোলেন।
ওই অনুষ্ঠানে রতন টাটা বলেন, “সঙ্গীকে পাশে পাওয়ার আশায় একা দীর্ঘ সময় না কাটিয়ে দিলে একাকীত্ব কী, তা বোঝা যায় না। বয়স বেড়ে যাওয়া নিয়ে সমস্যা নেই। কিন্তু বয়স বাড়লে বোঝা যায় দুনিয়াটা বড্ড কঠিন।”
টাটা সাম্রাজ্যের অধিপতি রতন টাটা জীবনে একের পর এক মাইলফলক ছুঁলেও, একা একাই কাটিয়ে দিয়েছেন ৮৪ বছর। একাধিক বার জীবনে সম্পর্ক এলেও, পরিণয়সূত্রে বাঁধা পড়া হয়নি তাঁর। তা নিয়েও খোলামেলা তিনি।
একটি সাক্ষাৎকারে রতন টাটাকে বলতে শোনা যায়, “চার-চার বার বিবাহবন্ধনে প্রায় আবদ্ধ হয়ে গিয়েছিলাম। কিন্তু কোনও না কোনও কারণে, কিছু না কিছু আতঙ্ক কাজ করেছে মনে। প্রতি বারই তাই পিছিয়ে এসেছিলাম।”
আমেরিকার লস অ্যাঞ্জেলসে একবার এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল রতন টাটার। বিয়েও করবেন বলে ঠিক করে নিয়েছিলেন। কিন্তু পরিবারের একজন অসুস্থ হয়ে পড়ায় ফিরে আসতে হয় তাঁকে। কিন্তু তাঁর জীবনের সেই নারী ভারতে আসতে পারেননি। পরিবারের আপত্তি থাকায় রতন টাটাকে বিয়ে করেননি বলে জানিয়েছিলেন শিল্পপতি নিজেই।
রতন টাটার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন বলে জানিয়েছিলেন অভিনেত্রী সিমি গরেওয়ালও। রতন টাটাকে নিয়ে তৈরি একটি তথ্যচিত্রে সম্পর্কের কথা খোলসা করেন তিনি। সিমির একটি চ্যাট শো-তেও হাজির হন রতন টাটা।
৩০ বছর বয়সি শান্তনু নায়ডু ‘গুডফেলোজ’ স্টার্টআপের প্রতিষ্ঠাতা। টাট সংস্থার সমাজসেবা শাখায় দীর্ঘদিন রতন টাটার ম্যানেজার ছিলেন তিনি। ৭০-এর ঊর্ধ্বে বয়স যাঁদের, নারী-পুরুষ নির্বিশেষে প্রবীণদের বন্ধু পেতে সাহায্য করবে তাঁর সংস্থা, যাতে পছন্দের বন্ধুর সঙ্গে হাঁটতে বেরনো, সিনেমা দেখা বা নিখাদ আড্ডা দিতে পারেন তাঁরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -