US Inauguration Day 2021 Photos: আমেরিকায় শপথ কমলা হ্যারিসের, আনন্দে মেতে উঠল তামিলনাড়ুর এই ছোট্ট গ্রাম
ছোট বয়সে ভারতে এসেছিলেন কমলা। তাঁর জীবনে দাদুর প্রভাব অনেকটাই। তাঁর দাদু বড় সরকারি অফিসার ছিলেন। শোনা যায়, তিনি স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকমলার মামা গোপালন বালাচন্দ্রণ দিল্লির মালব্য নগরে থাকেন।
এই গ্রামেই কমলা হ্যারিসের দিদার বাড়ি। শেষবার পাঁচ বছর বয়সে এই গ্রামে এসেছিলেন কমলা হ্যারিস।
বড়দের পাশাপাশি, কচিকাঁচাদের হাতেও দেখা গিয়েছে কমলা হ্যারিসের ছবি। এই উপলক্ষে বাচ্চাদের মধ্যে চকোলেট বিলি করা হয়।
শপথগ্রহণের কয়েকদিন আগে থেকেই উৎসবের আবহ তৈরি হয়ে গিয়েছিল। মানুষ বেশ কিছুদিন ধরেই এই আনন্দোৎসব পালন করছেন।
তামিলনাড়ুর তুলাসেন্দ্রাপুরম গ্রামের দোকানে কমলা হ্যারিসের ছবি টাঙানো ছিল। এমনকী, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তাঁর ছবিও দেখা যায়।
চেন্নাইয়ের সঙ্গে যোগসূত্র থাকা প্রবাসী বাঙালি মায়ের সন্তান কমলা হ্যারিস এই পদে পৌঁছনো প্রথম অশ্বেতাঙ্গ এশীয়-মার্কিন মহিলা। তাঁর বয়স ৫৬ বছর।
ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস গতকাল আমেরিকার প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। হ্যারিস আমেরিকার ৪৯ তম ভাইস-প্রেসিডেন্ট হলেন। কয়েক হাজার মাইল দূরে ভারতের তামিলনাড়ুতে তাঁর শপথগ্রহণের সময়ে আনন্দের সেই আঁচ ছড়িয়ে পড়ে। তিরুবর জেলার তুলাসেন্দ্রাপুরম গ্রামে ছিল উৎসবের মেজাজ। দেখুন ছবি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -