Ulto Rath Yatra 2024: আজ বাড়ি ফিরলেন কিন্তু মন্দিরে ঢুকতে পারবেন না জগন্নাথ-বলরাম-সুভদ্রা! কেন জানেন?
আজ উল্টোরথ যাত্রা। গুণ্ডিচাবাড়ি থেকে পুরীর মন্দিরে ফিরছেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। ফুলে-মালায় সজ্জিত ৩টি রথ। গুণ্ডিচা মন্দিরের সামনে ভক্তদের উপছে পড়া ভিড়। এটি বহুদা যাত্রা বলেও পরিচিত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগুণ্ডিচা মন্দির মাসির বাড়ি নামে পরিচিত। এই মাসি মায়ের বোন নয়। আসলে মসী অপভ্রংশ হয়ে মাসি হয়ে গিয়েছে। শ্রীকৃষ্ণের এক সখীর নাম ছিল পৌর্ণমসী।
গুণ্ডিচা আসলে সখী পৌর্ণমসীর কুঞ্জ। যা কুঞ্জবাটি নামেও পরিচিত। ওড়িশাবাসীর কাছে অবশ্য গুণ্ডিচা নামেই বেশি প্রচলিত। গুণ্ডিচাদেবী ছিলেন রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী। যিনি কৃষ্ণের নীলমাধব রূপকে স্বপ্ন দেখেছিলেন।
সোমবার উল্টোরথ যাত্রা ঘিরে তুমুল ভিড় হয় পুরীর জগন্নাথ ধামে। গুন্ডিচা মন্দির থেকে চক্ররাজ সুদর্শনের সঙ্গে তিনটি রথ ফিরে আসে জগন্নাথধামে।
৭ জুলাই শ্রী জগন্নাথ মন্দির থেকে তিনটি রথ যায় শ্রী গুন্ডিচা মন্দিরে। সেখানেই কদিন থাকেন তারা। তারপর ফিরে আসেন বাড়িতে, এটিই উল্টোরথ যাত্রা।
বিকেলে শুরু হয় উল্টোরথ যাত্রা। SJTA-এর তরফে তেমনটাই জানানো হয়েছিল
উল্টোরথ যাত্রা ঘিরে কড়া নিরাপত্তার বলয় তৈরি হয়েছে। ওড়িশা পুলিশ ১৮০ প্ল্যাটুন বাহিনী রেখেছিল। ভিড় ও আইন-শৃঙ্খলা সামলানোর জন্য় ছিল বাহিনী। গোটা এলাকা মুড়ে ফেলা হয় সিসিটিভি দিয়ে।
সোমবার রাতে শ্রী মন্দিরের সিংহদুয়ারে থাকবেন জগন্নাথ দেব, ভগবান বলরাম এবং দেবী সুভদ্রা। ১৭ জুলাই রথের উপরেই হবে একটি বিশেষ প্রথা। তার নাম সোনাবেশ। সেটি দেখার জন্যও উপচে পড়বে ভিড়।
সোনাবেশ, অধরপনা এবং তারপরে মিষ্টি খেয়ে নীলাদ্রিবিজয় উৎসব সম্পন্ন করে পুরীর মন্দিরে গর্ভগৃহে ঢোকেন তাঁরা। সব ছবি: PTI/ https://x.com/SJTA_Puri
- - - - - - - - - Advertisement - - - - - - - - -