Politicians Sisters:রাজনীতিকের সঙ্গেই বিয়ে, কিন্তু রাজনীতি থেকে দূরেই এই নেতাদের বোনেরা
বিজেপির অন্যতম শীর্ষ নেতা রবিশংকর প্রসাদের বোন অনুরাধা প্রসাদের বিয়ে কংগ্রেস নেতা রাজীব শুক্লার সঙ্গে হয়েছিল। অনুরাধা রাজনীতিতে কখনওই আসেননি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার বোন সারা আবদুল্লার বিয়ে হয়েছে কংগ্রেস নেতা সচিন পাইলটের সঙ্গে। কিন্তু সারাও রাজনীতিতে আসেননি।
আরজেডি নেতা তেজস্বী যাদবের বোন রাজলক্ষ্মীর বিয়ে হয়েছে প্রাক্তন সাংসদ তেজ প্রতাপের সঙ্গে। কিন্তু রাজনীতি থেকে দূরেই রয়েছেন রাজলক্ষ্মী।
কেন্দ্রীয় মন্ত্রী জ্য়োতিরাদিত্য সিন্ধিয়ার বোন চিত্রাঙ্গদার বিয়ে হয়েছে কংগ্রেস নেতা বিক্রমাদিত্য সিংহর সঙ্গে। চিত্রাঙ্গদা নিজেকে রাজনীতি থেকে দূরেই রেখেছেন।
তেজস্বী যাদবের বোন অনুষ্কার বিয়ে হয়েছে হরিয়ানার কংগ্রেস বিধায়র চিরঞ্জীবী রাওয়ের সঙ্গে। অনুষ্কাকেও রাজনীতির জগতে দেখা যায়নি।
উল্লেখ্য, চিরঞ্জীবী হরিয়ানা সরকারের প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী ড. অজয় যাদবের ছেলে। চিরঞ্জীবী হরিয়ানা যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতিও।
উত্তরপ্রদেশের বহুচর্চিত বিধায়ক রাজা ভাইয়ার নিজের বোন নেই। কিন্তু তাঁর মামাতো বোন নিহারিকা সিংহর বিয়ে বিজেপি সাংসদ দুষ্যন্ত সিংহের সঙ্গে হয়েছে।
দুষ্যন্ত সিংহ রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের ছেলে। নিহারিকা বিয়ের পর রাজনীতির জগতে পা রাখেননি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -