ISRO Chairman S Somnath: নামেও জুড়ে চন্দ্রদেব, তাঁর নেতৃত্বেই চন্দ্রবিজয় ; অনুপ্রেরণা এস সোমনাথ
চাঁদের পিঠে সফল অবতরণ হয়েছে 'চন্দ্রযান ৩'-এর বিক্রম ল্যান্ডারের। ইসরোর বিজ্ঞানীদের যে দল সফলভাবে এটি সম্ভব করেছেন তাঁদের অধিনায়কত্ব করেছেন এস সোমনাথ, 'ইসরো'র চেয়ারম্যান। বর্তমানে অত্যন্ত চর্চিত নাম এস সোমনাথ। তাঁর পেশাগত ও শিক্ষাগত যোগ্যতা কী?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশ্রী এস সোমানাথ ২০২২ সালের ১৪ জানুয়ারি, ভারতীয় স্পেস কমিশনের চেয়ারম্যান ও ডিপার্টমেন্ট অফ স্পেসের সেক্রেটারির দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি 'বিক্রম সারাভাই স্পেস সেন্টার'-এর ডিরেক্টর ছিলেন।
তার আগে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত এস সোমনাথ তিরুঅনন্তপুরমের বালিয়ামালার 'লিক্যুইড প্রপালসন সিস্টেমস সেন্টার'-এর ডিরেক্টর পদে ছিলেন।
তিনি 'বিক্রম সারাভাই স্পেস সেন্টার'-এর অ্যাসোসিয়েট ডিরেক্টর (প্রজেক্ট) এবং GSLV Mk-III লঞ্চ যানের প্রজেক্ট ডিরেক্টর ছিলেন। এই পদে তাঁর নেতৃত্বে, ১৮ ডিসেম্বর, ২০১৪-এ LVM3-X/CARE মিশনের প্রথম পরীক্ষামূলক ফ্লাইট সফলভাবে সম্পন্ন হয়েছিল।
তিনি ১৯৮৫ সালে VSSC-তে যোগ দেন এবং উন্নয়ন পর্বে PSLV-এর ইন্টিগ্রেশনের জন্য টিমের নেতৃত্ব দিয়েছিলেন। PSLV-র প্রজেক্ট ম্যানেজার হিসাবে তিনি PSLV-C4 চালু হওয়া পর্যন্ত মেকানিজম, পাইরো-টেকনিক সিস্টেম, ইন্টিগ্রেশন এবং স্যাটেলাইট উৎক্ষেপণ পরিষেবা ব্যবস্থাপনার ক্ষেত্রগুলি পরিচালনা করেন।
শ্রী সোমানাথ 'লঞ্চ ভেহিকেলস'-এর সিস্টেম ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ। PSLV এবং GSLV Mk-III-তে সেগুলির সামগ্রিক স্থাপত্য, প্রপালশন স্টেজ ডিজাইন, স্ট্রাকচারাল এবং স্ট্রাকচারাল ডাইনামিক ডিজাইন, সেপারেশন সিস্টেম, ভেহিকেল ইন্টিগ্রেশন এবং ইন্টিগ্রেশন পদ্ধতির উন্নয়ন, সবটাই তাঁর নজরদারিতে হয়েছিল।
কোল্লামের 'টিকেএম কলেজ অফ ইঞ্জিনিয়ারিং' থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি.টেক ডিগ্রি লাভ করেন শ্রী এস সোমনাথ। এরপর বেঙ্গালুরুর 'ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স' থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতকোত্তর পাশ করেন। তাঁর স্পেশালাইজেশন ছিল স্ট্রাকচার্স, ডাইনামিক্স ও কন্ট্রোল।
তিনি 'ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাকাডেমি অফ ইঞ্জিনিয়ারিং' (INAE), 'অ্যারোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া' (AeSI), 'অ্যাস্ট্রোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া' (ASI) ও 'ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি অফ অ্যাস্ট্রোনটিক্স' (IAA) এর একজন সদস্য।
'স্ট্রাকচারাল ডাইনামিক্স অ্যান্ড কন্ট্রোল', 'ডাইনামিক্স অ্যানালিসিস অফ সেপারেশন মেকানিজম', 'ভাইব্রেশন অ্যান্ড অ্যাকুস্টিক টেস্টিং', 'লঞ্চ ভেহিকেল ডিজাইন অ্যান্ড লঞ্চ সার্ভিসেস ম্যানেজমেন্ট' ক্ষেত্রে একাধিক পেপার ও জার্নালও লিখেছেন তিনি। দেশে বিদেশে করেছেন একাধিক সেমিনার।
ইন্টারনেটে এখন এস সোমনাথের বয়স, পরিবার যেমন চর্চায় তেমনই চর্চায় তাঁর বেতনের পরিমাণও। সূত্রের খবর, এস সোমনাথের বয়স ৬০-এর কাছাকাছি। জন্মেছেন কেরলে। আপাতত থাকেন বেঙ্গালুরুতে। ইন্টারনেট সূত্রেই খবর, এস সোমনাথের মোট সম্পত্তির পরিমাণ ২ থেকে ৫ কোটি টাকা। তাঁর দুই সন্তান রয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -