Durga Puja 2021: চলছে শেষ মুহূর্তের প্রস্ততি, উত্তর কলকাতার টালা প্রত্যয়ের থিম 'নির্বাধ'
শরতের আকাশে মেঘ-সূর্যের লুকোচুরি জানান দিচ্ছে পুজো এসে গিয়েছে। প্যান্ডেলে প্যান্ডেলে প্রস্তুতি শুরু হয়েছে। বলা যেতে পারে শেষ মুহূর্তের ফিনিশিং টাচে মন দিয়েছেন শিল্পীরা। সাজছে বনেদি বাড়িগুলিও। কোথাও কোথাও আবার প্রথা মেনে দেবীর আবাহনও শুরু হয়ে গিয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appউত্তর কলকাতার অন্যতম পরিচিত পুজো টালা প্রত্যয়। বিগত দেড় বছর আমাদের জীবনকে অনেকটাই বেধে রেখেছে। কিন্তু মন সেই অবস্থায় আরও বেশি করে গণ্ডি ছাড়াতে চায়।
সেই সময়ের কথা বলতেই এবারে টালা প্রত্যয়ের থিম নির্বাধ বা unrestricted. শিল্পী সুশান্ত পালের ভাবনায় এবারে আকাশ ছোঁবে মণ্ডপ। সেই বিস্তারের মধ্যে ধ্যানমগ্ন ভঙ্গিতে দেবী দুর্গা আসীন। বিষয় ভাবনার মতোই এবারের সৃষ্টিকে বাধাহীনভাবে ছড়িয়ে দিতে আগ্রহী উদ্যোক্তারা। তাই বেছে নেওয়া হয়েছে ডিজিটাল মাধ্যমকে। ডিজিটাল মাধ্যমেই বিশ্বের একাধিক জায়গায় পৌঁছে দেওয়া হবে এবারের কাজ।
উল্লেখ্য করোনাকালের জেরে রাজ্যে জারি বিধিনিষেধের মেয়াদ আরও একমাস বাড়ানো হলেও পুজোর দিনগুলোর জন্য রাশ আলগা করা হল নৈশ নিয়ন্ত্রণে। রাজ্য সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ৩০ অক্টোবর পর্যন্ত গোটা রাজ্যে কোভিড নিয়ন্ত্রণে জারি বিধিনিষেধ জারি থাকবে।
পাশাপাশি এও জানানো হয়েছে, আগামী ১০ থেকে ২০ অক্টোবর নৈশ নিয়ন্ত্রণ আগলা করা হচ্ছে। উৎসবের মরশুমের কথা মাথায় রেখে জনসাধারণ ও গাড়িঘোড়ার রাত ১১ টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাইরে বোরনোর ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা জারি থাকবে না। অর্থাৎ মহাপঞ্চমী থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত রাজ্যে নৈশকালীন নিষেধাজ্ঞা বহাল থাকবে না।
উৎসবের মরশুমের কথা মাথায় রেখে আগামী ১০ থেকে ২০ অক্টোবর রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত আপদকালীন প্রয়োজন ছাড়া জনসাধারণ ও গাড়িঘোড়ার বহাইরে বেরোনোর ক্ষেত্রে যে নৈশ নিষেধাজ্ঞা রয়েছে তা জারি থাকবে না। যদিও, এবারের বিজ্ঞপ্তিতেও রাজ্যে লোকাল ট্রেন চালু নিয়ে কোনও নির্দেশ নেই। তাই আগের নির্দেশ অনুযায়ী, আরও একমাস রাজ্যে লোকাল ট্রেন চলাচল বন্ধই থাকবে।
পাশাপাশি হাইকোর্টের নির্দেশ অনুযায়ী গতবারের মতো এবারও দুর্গাপুজোয় মণ্ডপে ঢুকে প্রতিমা দর্শন করা যাবে না। মণ্ডপে দর্শকদের জন্য নো এন্ট্রি। আজ কলকাতা হাইকোর্টে পুজোয় বিধিনিষেধ সংক্রান্ত মামলার শুনানি হয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।
সেখানে রাজ্য সরকারের কাছে জানতে চাওয়া হয়, গতবছর যে বিধিনিষেধ ছিল, তা নিয়ে রাজ্যের কোনও আপত্তি আছে কি না? তখন রাজ্য সরকারের তরফে জানানো হয়, তাদের আপত্তি নেই। রাজ্যের সম্মতির পর হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়, করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনে এবারও পুজো হবে।
সেইমতো এবারও ছোট পুজোর ক্ষেত্রে মণ্ডপের ৫ মিটার দূরে তৈরি করতে হবে ব্যারিকেড। বড় পুজো কমিটিগুলিকে ব্যারিকড তৈরি করতে হবে ১০ মিটার দূরে। সেখান থেকেই দর্শকদের প্রতিমা দর্শন সারতে হবে।
মণ্ডপে পুজো কমিটির কতজন কর্মকর্তা থাকতে পারবেন, তার সংখ্যাও নির্দিষ্ট। সেইসঙ্গে করোনা বিধি নিয়ে মণ্ডপে চালাতে হবে নিরন্তর প্রচার। প্রতিটি মণ্ডপে মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার বাধ্যতামূলক করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। (ছবি ও তথ্য: অরিত্রিক ভট্টাচার্য)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -