Durga Puja Preparation: নলিন সরকার স্ট্রিটের মণ্ডপজুড়ে এবার হাতে লেখা ব্যানার, অনামী শিল্পীদের শ্রদ্ধার্ঘ্য
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Oct 2021 04:38 PM (IST)
1
নলিন সরকার স্ট্রিটের দুর্গাপুজো এবার পদার্পণ করছে ৯১ তম বর্ষে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
তাঁদের পুজো মণ্ডপজুড়ে এবারে অনামী শিল্পীদের শ্রদ্ধার্ঘ্য।
3
শহরজুড়ে এখন হাতে লেখা ব্যানারের তেমন আর দেখা মেলে না।
4
আগে কোনও ছবি মুক্তির সময় সিনেমা হলগুলো সেজে উঠত নায়কদের ছবিতে।
5
ডিজিট্যাল প্রিন্টিংয়ের যুগে এইসব কিছুই এখন অতীত।
6
নলিন সরকার স্ট্রিটের পুজো মণ্ডপে এবার মিলবে সেই সমস্ত হাতে লেখা ব্যানার, বিখ্যাত নায়কদের কাট-আউটের দেখা।
7
সেই সমস্ত শিল্পীদের শ্রদ্ধা জানিয়েই সেজে উঠবে পুজো মণ্ডপ।
8
শিল্পীর নাম মানস।
9
ঢাকে কাঠি পড়়তে বেশি দেরি নেই, ফলে প্রস্তুতিও তুঙ্গে।
10
ছবি ও তথ্য: সঞ্চয়ন মিত্র, কলকাতা।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -