Durga Puja 2021: মমতার আদলে দুর্গামূর্তি, দশ হাতে দশ প্রকল্প, চমক শহরের এই পুজোর
তৃতীয়বারের জন্য বিপুল জনপ্রিয়তা নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার একটি পুজো প্যান্ডেল মুখ্যমন্ত্রীর আদলেই বানিয়েছে দুর্গা। যা দেখে রীতিমতো চমক লেগেছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসংবাদ সংস্থা এএনআইকে বাগুইআটি নজরুল পার্ক উন্নয়ন সমিতির সভাপতি ইন্দ্রনাথ বাগুই বলেন, দুর্গার যেমন প্রতিটি হাতে অস্ত্র থাকে, তেমন এই প্রতিমার প্রতিটি হাতে সরকারের এক একটি প্রকল্প রাখা হচ্ছে। যেমন লক্ষী ভান্ডার, স্বাস্থ্যসাথী ইত্যাদি।
প্রতিমা তৈরি করছেন কুমোরটুলির মৃৎশিল্পী মিন্টু পাল। প্রথমে মাটি, তার উপর কাজ হচ্ছে ফাইবারের।
বাগুইআটির নজরুল পার্ক উন্নয়ন সমিতির প্রতিমার চালচিত্র হিসেবে ব্যবহার করা হবে, বিশ্ববাংলার লোগোকে।
মূর্তির দশটি হাতে উঠে আসবে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা।
নজরুল পার্ক উন্নয়ন সমিতির সহসভাপতি পার্থ সরকার এএনআইকে বলেন, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আনা সামাজিক প্রকল্পগুলি তুলে ধরা হচ্ছে।
তিনি আরও বলেন, দেবী দুর্গার ১০ হাতে লক্ষী ভান্ডার, স্বাস্থ্য সাথী, খাদ্য সাথী, শিক্ষাশ্রী প্রভৃতি স্কিমের মাধ্যমে মানুষের কাছে পৌঁছবে দেখানো হবে। জানা গিয়েছে এই মূর্তি তৈরির খরচ হচ্ছে প্রায় ২ লক্ষ ১০ হাজার টাকা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -