Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Kolkata Metro Schedule: বদল হচ্ছে সময়সূচি, প্রথম-শেষ মেট্রো ক'টায় জানেন কি?
রাজ্যে করোনার মারণ অভিঘাত ভয়ঙ্কর। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবারই জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে লোকাল ট্রেন দু’সপ্তাহের জন্য বন্ধ থাকবে। ৫০ শতাংশ মেট্রো চলবে। কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, শুক্রবার থেকে দমদম-নিউ গড়িয়া রুটে চালানো হবে ১৯২টি মেট্রো। আপাতত সোম থেকে শনি, এই সংখ্যায় মেট্রো চলবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদক্ষিণেশ্বর পর্যন্ত যাবে দিনে ১৩৩টি মেট্রো। এক্ষেত্রেও সোম থেকে শনি এই সংখ্যায় মেট্রো চলবে। রবিবার সব মিলিয়ে ৮২টি মেট্রো চালানো হবে।
বদল হচ্ছে প্রথম ও শেষ মেট্রোর সময়সূচীতেও। কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, শুক্রবার থেকে দু’প্রান্তের প্রান্তিক স্টেশন থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায়।
দু’প্রান্তের প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৮টায়। সোম থেকে শনি এই সময়সূচী অনুযায়ী মেট্রো চলবে। রবিবার প্রথম মেট্রো ছাড়বে সকাল ১০টায়। শেষ মেট্রো রাত ৮টায়।
এদিন যদিও প্রথম মেট্রো ছাড়ে সকাল ৭টা ২০-র বদলে সাড়ে ৭টায়। কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, বৃহস্পতিবার দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া আসার শেষ ট্রেন ছাড়বে রাত ৮টা ৪৮ মিনিটে।
নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ ট্রেন ছাড়বে রাত ৯টায়। দমদম-নিউ গড়িয়া রুটেও শেষ মেট্রো এদিন রাত ৯টায় ছাড়বে। সরকারি নির্দেশমতো বৃহস্পতিবার মেট্রো কম চালানো হয়।
লোকাল ট্রেন এদিন থেকে বন্ধ থাকায় আশঙ্কা ছিল, মেট্রোর ওপর চাপ বাড়বে। কিন্তু বেলা ১২টা নাগাদ পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন ছিল অনেকটাই ফাঁকা।
তবে কেউ কেউ দু’টি মেট্রোর মধ্যে ব্যবধান বাড়ার কারণে অনুযোগ করেছেন। দমদম স্টেশন চত্বরও এদিন সকাল সাড়ে ৭টা নাগাদ দেখা যায় যাত্রীর সংখ্যা অনেকটাই কম।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -