Kalighat Temple : ৩৭ দিন পর ভক্তদের জন্য খুলল কালীঘাট মন্দিরের দ্বার, মেনে চলতে হবে এই সমস্ত বিধি নিষেধ
মাস খানেকের বেশি সময় পর মঙ্গলবার থেকে ফের খুলে গেল কালীঘাট মন্দির।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগত ১৬ মে থেকে রাজ্য সরকারের বিধি নিষেধ মেনে ভক্তদের জন্য দ্বার বন্ধ করা হয়েছিল মন্দিরের। ৩৭ দিন পর তা খুলে দেওয়া হল।
ভক্তদের জন্য বন্ধ থাকলেও পুজো, সন্ধ্যা আরতি, ভোগ নিবেদনের মতো মন্দিরের সমস্ত কাজ চালু ছিল।
ভক্তদের ফেরার ছাড়পত্রে মুখে হাসি ফুটল স্থানীয় দোকনদারদেরও। ফের পসরা সাজিয়ে বসলেন তারা।
আপাতত সকাল ৬ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত একবেলাই মন্দির খোলা থাকবে। ভক্তদের একাধিক নিয়ম মেনে চলতে হবে।
আপাতত মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করা যাবে না। মাস্ক, স্যানিটাইজার ব্যবহার ও শারীরিক দূরত্ববিধি বজায় রাখা একান্ত পালনীয়।
গর্ভগৃহে প্রবেশ না করতে পারলেও দূর থেকেই মায়ের দর্শন পেয়ে খুশি প্রথম দিনে আগত দর্শনার্থীরা।
অন্যসময় ভিড়ের মাঝে মাকে দেখার সুযোগ হাতছাড়া হলেও এদিন তা হয়নি বলেই জানালেন আগত স্বল্প সংখ্যক দর্শনার্থী। (তথ্য-সঞ্চয়ন মিত্র। ছবি-পিটিআই)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -