Mahasamadhi: আজ স্বামী বিবেকানন্দর মহাসমাধি দিবস, ফিরে দেখা স্বামীজির জীবন...
প্রতি বছর, ৪ জুলাই স্বামী বিবেকানন্দর তিরোধান দিবস হিসেবে উদযাপিত হয়। ভারতের ইতিহাসে অন্যতম উজ্জ্বল আধ্যাত্মিক গুরু হিসেবে গণ্য হয়ে আসছেন স্বামীজি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৯০২ সালে, আজকের দিনে প্রয়াত হয়েছিলেন স্বামীজি। তাঁর ভক্ত ও অনুগামীরা বিশ্বাস করেন, এদিন তাঁর মহাসমাধি ঘটেছিল। সেই জন্য আজকের পুণ্যতিথি স্বামীজির মহাসমাধি দিবস হিসেবেও উদযাপিত হয়ে আসছে।
যোগ ও বেদান্ত দর্শনের সঙ্গে পাশ্চাত্য দুনিয়ার পরিচয় করিয়ে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন স্বামী বিবেকানন্দ।
১৮৯৩ সালে শিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলনে তাঁর পেশ করা বক্তব্য আজও মানুষের মুখে মুখে ফেরে। সেখানেই দুনিয়া শুনেছিল তাঁর বিখ্যাত উক্তি -- 'মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা।' আজও তাঁর বাণী প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে।
উনবিংশ শতকে আন্তঃধর্ম সচেতনতা বৃদ্ধি ও হিন্দুত্বকে বিশ্বমঞ্চে মেলে ধরার বিষয়ে পথিকৃৎ হিসেবে গণ্য করা হয় স্বামী বিবেকানন্দকে।
বিজ্ঞান ও ধর্মের বিষয়ে তাঁর প্রগাঢ় জ্ঞান ছিল। পাশ্চাত্য দেশকে তিনি দেখিয়েছিলেন, কীভাবে এই দুই বিষয়ের সহাবস্থান সম্ভব।
১৮৬৩ সালে ১২ জানুয়ারি জন্ম স্বামী বিবেকানন্দর। ছোটবেলা থেকে আধ্যাত্মিকতার প্রতি তাঁর টান ছিল। ঘণ্টার পর ঘণ্টা তিনি দেবদেবীদের সামনে বসে ধ্যান করতেন।
শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ। তাঁর হাতেই রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ মঠের প্রতিষ্ঠা হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -