Durga Puja: মণ্ডপ জুড়ে পটচিত্র, চোখ ধাঁধানো রঙের ব্যবহার, ঘুরে দেখুন ভবানীপুর ৭৫ পল্লীর দুর্গাপুজো
মণ্ডপ জুড়ে রঙের খেলা, ভবানীপুর ৭৫ পল্লীর এই বছরের দুর্গাপুজোর থিম, 'ঐতিহ্য বেঁচে থাকুক'
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং, সঙ্গে ছিলেন পুজো উদ্যোক্তারাও।
এই পুজোর বিষয়ভাবনায় রয়েছেন প্রশান্ত পাল। ৫৮ বছরে এই পুজো।
দক্ষিণের পুজো পরিক্রমার তালিকায় বেশ উপরের দিকেই নাম থাকে এই পুজোর। মূলত থিম পুজোর ওপরেই জোর দেন তাঁরা, অভিনবত্ব থাকে মাতৃপ্রতিমাতেও।
মণ্ডপ জুড়ে তুলে ধরা হয়েছে পটশিল্পকে। হাতপাখা, কুলো, মাটির পাত্রে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন আঁকা।
পটচিত্রের পাশাপাশি রয়েছে শালু ও গামছার ব্যবহার, নজর কাড়বে মণ্ডপের রঙ ঝলমলে অন্দরসজ্জা।
এখনও পর্যন্ত এই পটচিত্রের ওপরেই জীবন ও জীবিকা নির্বাহ করেন বহু মানুষ। বিশেষ করে এই শিল্পীদের বাসস্থান, সূক্ষ কাজ, বিভিন্ন পাত্র ও ব্যবহার্য জিনিসের ওপর আঁকার মাধ্যমে জীবনযাত্রার টুকরো ছবিকে ফুটিয়ে তোলাই এই শিল্পের ধরন।
ইতিমধ্যেই উদ্বোধন হয়ে গিয়েছে কলকাতার বেশিরভাগ পুজোই। পঞ্চমী থেকেই ঠাকুর দেখতে রাস্তায় নেমেছে মানুষের ঢল।
পঞ্চমীতে পুজোর আনন্দে মাতোয়ারা কলকাতা। উত্তর থেকে দক্ষিণ, সন্ধে নামতেই মণ্ডপে মণ্ডপে জনস্রোত। আলোয় ভাসল গোটা শহর
দক্ষিণে ঠাকুর দেখার পরিকল্পনা থাকলে ঘুরে আসতেই পারেন ভবানীপুরের এই মণ্ডপ থেকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -