PM Modi on Maha Shivratri: মহাশিবরাত্রিতে ভক্তদের ঢল কাশীতে, টুইটে ছবি শেয়ার মোদির
মহাশিবরাত্রিতে ভক্তদের ঢল, শিবের ভক্তিতে ডুব গিয়েছে কাশী। টুইট করলেন প্রধানমন্ত্রী মোদি
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবারাণসীর ঘাটগুলিতে মহাশিবরাত্রিতে ভক্তদের ভিড় উপচে পড়ছে। প্রধানমন্ত্রীর শেয়ার করা ছবিতে তা ফুঁটে উঠেছে।
আজ শিবরাত্রি । রীতি-রেওয়াজ মেনে, উপবাস করে ভোলে বাবার কৃপাপ্রার্থনায় মগ্ন ভক্তরা।
দেশের বিখ্যাত সব শৈবতীর্থে, শিবালয়ে সকাল থেকেই উপচে পড়ছে ভিড়।
পঞ্জিকা মতে সন্ধ্যা ৬.০৩ মিনিটের পর কৃষ্ণ চতুর্দশী পড়ছে। তারপরেই শুরু হয়েছে শিবরাত্রী উপলক্ষ্যে বিশেষ পুজা অর্চনা।
কথিত দেবাদিদেব মহাদেবের সঙ্গে পার্বতীর বিবাহ হয়েছিল আজকের দিনে। তাই আজকের দিনটিকে শিবরাত্রি হিসাবে পালন করা হয়।
যদিও পুরাণের অন্য গ্ৰন্থে শিবরাত্রির দিনটির অন্য ব্যাখা দেওয়া আছে।
মূলত পরিবারের সুখ শান্তি ও মঙ্গল কামনায় পুরুষ ,মহিলা নির্বিশেষে শিবরাত্রি ব্রত পালন করেন।
সারাদিন উপবাস থেকে শিবের মাথার জল, ফুল, বেলপাতা ঢালেন ভক্তরা।
আর এতেই শিবের আশীর্বাদ বর্ষিত হয় পরিবারের সকল সদস্যদের মাথায়, এমনটাই বিশ্বাস করেন ভক্তরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -