Mamata Banerjee: মেঘালয়ে মমতার মুখে বাংলার উন্নয়নের খতিয়ান, কী বললেন অভিষেক ?
সামাজিক উন্নয়ন কর্মসূচিতে অতুলনীয় পশ্চিমবঙ্গ', মেঘালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বাংলার উন্নয়নের খতিয়ান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএদিন বক্তব্যের মাঝে তিনি, সরকারি কর্মসংস্থান থেকে সরকারি একাধিক প্রকল্পের কথা উল্লেখ করেন। উল্লেখ করেন কন্যাশ্রী থেকে শুরু করে স্বাস্থ্য সাথী কার্ডের কথাও। স্বাস্থ্য সাথী কার্ড কী ? বলে তার অর্থও বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী।
স্বাস্থ্য সাথী কার্ডের টাকা কীভাবে মিলবে ? পরিবারের কার হাতে তুলে দেওয়া হয় ? মেঘালয়ে গিয়ে তাও স্পষ্ট করেন এদিন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি তিনি বলেন, নির্বাচনের আগে অনেকেই এসে অনেক কথা বলেন। ভোটে জয়ী হলে সরকারে এসে, জলের প্রকল্পের প্রতিশ্রুতির কথা বলেন, তাহলে সেসব নির্বাচনের আগে কেন নয় ? বিরোধীদের দিকে নাম না করে প্রশ্ন ছুঁডে় দেন মমতা।
'মেঘালয় গুয়াহাটি থেকে শাসিত হবে না। মেঘালয়কে শাসন করবে মেঘালয়ই', হুঙ্কার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ।
তিনি বললেন, 'মেঘালয়কে তার হৃত সম্মান ফিরিয়ে দিতে হবে। স্বৈরতান্ত্রিক শক্তির বিরুদ্ধে লড়াইয়ে মেঘালয়বাসীর পাশে থাকবে তৃণমূল। মানুষের অধিকারের পক্ষে লড়বে তৃণমূল।'
উল্লেখ্য, আজ, মেঘালয় সফরের দ্বিতীয় দিনে কর্মী সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার স্টেট সেন্ট্রাল লাইব্রেরির কনভেনশন হলে বক্তৃতা দেন তৃণমূল নেত্রী।
আগামী ফেব্রুয়ারিতে মেঘালয়ে বিধানসভা নির্বাচন। তাই তৃণমূল কর্মীদের এখন থেকেই কোমর বেঁধে রাজনীতির ময়দানে নেমে পড়ার বার্তা দেবেন মমতা।
কর্মী সম্মেলনের আগে, ২২ নভেম্বর মেঘালয়-অসম সীমানা-বিবাদে মৃত ৫ জনের পরিবারের সঙ্গে দেখা করে আর্থিক সাহায্য তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী।
কর্মী সম্মেলন শেষে প্রাক্ বড়দিনের উৎসবে যোগ দেবেন তিনি। আগামীকাল কলকাতায় ফেরার কথা তাঁর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -