Mamata Banerjee Photos:‘শুধু ভাতিজা-বুয়া! আপনার ছেলে এত টাকা করল কী করে?’ মমতার বক্তব্যের বাছাই সাত
‘প্রতিশ্রুতি দিই না, কাজ করে দেখাই। দেশে বিজেপি ক্ষমতায় এসে এনজিও-র লাইসেন্স বাতিল করেছে। অর্থের অভাবে অনেক সামাজিক সংগঠন মানুষের সাহায্যে কাজ করতে পারে না। আগামীতে এনজিও, ধর্মীয় সংগঠনগুলিকে নিয়ে কাজ করব। হিংসা, ফেক ভিডিও রুখুন। বাংলার স্বার্থে তৃণমূলকে সমর্থন করুন।’
Download ABP Live App and Watch All Latest Videos
View In App‘ত্রিপুরায় অত্যাচার চলছে, মানুষ প্রতিবাদ করতে পারে না। হরিয়ানা, পঞ্জাব, উত্তরপ্রদেশে কৃষক আন্দোলন চলছে। সিএএ, এনপিআর বাংলায় লাগু করা যাবে না।’
‘আমাকে আক্রমণ করলে চুরচুর হয়ে যাবেন’
‘বাংলায় অমিত শাহ এসেছেন, ওয়েলকাম করছি, কিন্তু অমিত শাহের ভাষার কদর্যতা, দৈত্যপরায়ণ মনোভাব, যেন শারীরিক ভাবে হুমকি দিচ্ছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে এই কথা মানায় না’।
‘শুধু ভাতিজা-বুয়া। আপনার ছেলে এত টাকা করল কী করে?’
‘আসুন না ভোটের লড়াই লড়ব। ভয় দেখাবেন না। আমিও এই মাটিতে জন্মেছি। বলছে, দিদি বাধ্য হবে, না হবে না। গলা কেটে ফেলব, কিন্তু আপনাদের সামনে মাথা নত করব না।’
‘আসুন খেলা হয়ে যাক। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একদিকে আপনারা, একদিকে আমরা। খেলায় আপনাদের হারাব। আমাকে ধমকালে আমি গর্জাই। ওরা গর্জালে আমি বর্ষাই’
- - - - - - - - - Advertisement - - - - - - - - -