কবির মুশায়েরা থেকে কুস্তির আখড়া- বাঙালি পরিচালক সেলুলয়েডে তুলে ধরতে চলেছেন উত্তর প্রদেশের ৩ বারের মুখ্যমন্ত্রী মুলায়ম সিংহ যাদবকে
আগামী অক্টোবরে ছবিটি হলে রিলিজের পরিকল্পনা করেছিলেন পরিচালক। কিন্তু করোনা আবহে সেটা যদি একান্ত সম্ভব না হয় তবে কোনও ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এ ছবি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমুলায়মের অনুমতি নেওয়ার জন্য লখনউ গিয়ে সমাজবাদী পার্টির অফিসে লাইন দিয়েছেন পরিচালক। মুলায়ম অসুস্থ ছিলেন। বেশি কথা বলেননি। শুধু উৎসাহ দিয়ে বলেছেন, করো করো। ওঁর ছেলে অখিলেশ সাহায্য করেছেন নানা তথ্য দিয়ে।
অভিনেতা অমিত শেঠি জানাচ্ছেন, ‘এমন চরিত্রে অভিনয় নিঃসন্দেহে চ্যালেঞ্জিং। বার বার মুলায়ম সিং যাদবের ভিডিয়ো দেখে দেখে ওঁর স্টাইল, ম্যানারিজমগুলো ধরার চেষ্টা করেছি। আবার কম বয়সে উনি যখন কুস্তিগির ছিলেন, সেই পর্যায়টা ধরার জন্য রীতিমতো আখড়ায় গিয়ে কুস্তি শিখেছি, প্র্যাকটিস করেছি।‘
বছর কয়েক আগে নোটবন্দি নিয়ে ছবি বানিয়েছিলেন শুভেন্দু। তিনি বলেছেন, শুধু রাজনীতি এ ছবির বিষয় নয়। মানুষ মুলায়ম সিংহ যাদবকে পোর্ট্রে করতে চেয়েছি। একজন সাধারণ চাষির বাড়ির ছেলে কেমন করে সাঙ্ঘাতিক এক কুস্তিগির হয়ে উঠলেন, তারপর একসময়ে স্কুলে ছাত্র পড়ালেন, ক্রমে রাজনীতিতে এলেন, এমার্জেন্সির সময় ১৯ মাস জেল খাটতে হল, তারপর আবার তিন বার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হলেন। এই যে জার্নিটা, সেটাই ছবিতে ধরতে চেয়েছি।‘
পরিচালক বলেন, 'একবার উত্তর প্রদেশে একটা কবি সম্মেলনে এক কবি কবিতা বলার চেষ্টা করছিলেন মঞ্চে, আর বার বার তাঁকে বাধা দিচ্ছিলেন এক পুলিশ কর্মী। মঞ্চের সামনে বসে থাকা এক কিশোর সোজা স্টেজে উঠে গিয়ে পুলিশকে কষিয়ে একটি চড় মারে। এই কিশোরই পরবর্তীকালের মুলায়ম সিংহ যাদব। আমায় এই আশ্চর্য ঘটনাটা খুব হন্ট করে। ওঁর সম্পর্কে আরও জানার চেষ্টা করি। এবং সব কিছু পড়ে, জেনে মনে হয় এঁকে নিয়ে একটা ছবি বানানো দরকার।‘
সমাজবাদী পার্টি সুপ্রিমো মুলায়ম সিংহ যাদবকে নিয়ে হিন্দি ছবি তৈরি হচ্ছে মুম্বইয়ে। ছবির পরিচালক বাঙালি এবং ছবির নামভূমিকায় কলকাতার ছেলে অমিত শেঠি। ‘ম্যায় মুলায়ম সিং যাদব’ ছবির পরিচালক শুভেন্দু রাজ ঘোষ। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন জারিনা ওয়াহাব, মুকেশ তিওয়ারি, মিমো চক্রবর্তী প্রমুখ। পরিচালক ও মুখ্য চরিত্রাভিনেতার সঙ্গে কথা বলে প্রতিবেদনটি তৈরি করলেন ইন্দ্রনীল শুক্লা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -